শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রেনে জন্ম নেওয়া সেই মিতালী আজ বাসায় যাচ্ছে

তাহেরুল আনাম: [২] বুধবার (৭ এপ্রিল) দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুপুরে বাসার পথে রওয়ানা কথা ছিল। আর মিতালীকে বিদায় দিতে উপস্থিত হয়েছিলেন মিতালীর নাম করণ করা বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, ডিইএন প্রকৌশলী লালমনিরহাট মোঃ আনোয়ার হোসেন ও দিনাজপুর স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান উৎসুক জনতা এসময় স্টেশনে একটি আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

[৩] গত ৪ এপ্রিল ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ হাজীপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনসুর আলী ও পারভিন দম্পতি। অন্তসত্বা স্ত্রীর চিকিৎসার জন্য সকালে দ্রুতযান এক্্রপ্রেসে করে দিনাজপুরের উদ্দ্যোশে রওয়ানা হন। কিন্তু হঠাৎ প্রসবের ব্যথা উঠলে ট্রেনে থাকা যাত্রীরা ও জিআরপি পুলিশের মহিলা সদস্যদের সহায়তায় মঙ্গলপুর পৌঁছানোর পর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মুক্তি পারভিন।

[৪] বিষয়টি দিনাজপুর স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান জানলে তিনি বিভাগীয় ব্যবস্থাপক লালমনিহাট, শাহী সুফি নুর মোহাম্মদ সকল প্রকার সাহায্য সহযোগীতা করার নির্দেশ প্রদান করেন ও মেয়েটির নাম মিতালী রাখেন। ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছালে সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান স্টেশনে এম্বুল্যান্স রেডি রাখেন ও ট্রেনটি একই স্টেশনে আধাঘণ্টা অতিরিক্ত স্টোপিস দেন। এসময় মিতালী ও তার মাকে অতিদ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করা হয় ও রেলওয়ে কতৃপক্ষের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগীতা করা হয়।

[৫] মিতালীর বাবা মনসুর আলী জানান, আমরা খুব খুশি রেলওয়ে কতৃপক্ষ আমার মেয়ে ট্রেনে জন্ম নেওয়ার পর থেকে যেভাবে সহযোগীতা করেছেন তা মুখে প্রকাশ করার মতো নয়। আর তাদের পক্ষ থেকে যে নাম রাখা হয়েছে তা থাকবে বলেও তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়