শিরোনাম
◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ ঢাকায় আসছেন গিলবার্তো সিলভা ◈ আদালতের আদেশে আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ ◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেউ পাথর ছুড়লে, তা দিয়ে মহল গড়ুন’

বিনোদন ডেস্ক: ‘আপনাকে সবাই পাথর ছুড়লে, সেই পাথর আপনি তাদের দিকে ছুড়ে দেবেন না। বরং পাথরগুলো নিজের কাছে রাখুন। আর তা দিয়েই নিজের মহল গড়ুন।’—টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এসব কথা লিখেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। রাইজিংবিডি

ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে এখনো আলাদা থাকছেন। তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কাদা ছোড়াছুড়ি করেছেন শ্রাবন্তী-রোশান। কিন্তু হঠাৎ নতুন এই পোস্ট কেন করেছেন তা অবশ্য উল্লেখ করেননি এই নায়িকা।

তবে কয়েক দিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, পড়শির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন তিনি, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। তার প্রেমিক পেশায় ব্যবসায়ী। তাদের সম্পর্কের বয়স মাত্র এক মাস।

একটি সূত্র সাংবাদমাধ্যমটিকে বলেন—‘মন দেওয়া-নেওয়ার জন্য এক মাস কম সময় নয়। বেকারি প্রতিষ্ঠানের মালিক অভিরূপ পার্টি করতে ভালোবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও তা বোঝা যায়। গত ৩১ মার্চ তাদের সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে। এজন্য তারা সম্পর্কের এক মাস উদযাপন করতে পার্টিও করেছেন।’ এ বিষয়ে এখনো মুখ খুলেননি শ্রাবন্তী চ্যাটার্জি।

কিছুদিন আগে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নির্বাচনি প্রচার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়