শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুতে ব্রাজিলে নতুন রেকর্ড, একদিনে ৪ হাজার ১৯৫ জন মারা গেছেন

তাহমীদ রহমান: [২] করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। উত্তর আমেরিকার এই দেশটিতে একদিনে মারা গেছে চার হাজারের বেশি মানুষ। বিবিসি,আল জাজিরা

[৩] সংক্রমণ প্রতিরোধে এরপরও বিধিনিষেধ আরোপের বিষয়ে ক্রমাগত বিরোধিতা করেই যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

[৪] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে একসঙ্গে এতবেশি জন মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর থেকে যা দেশটির জন্য রেকর্ড। একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের হারও বাড়ছে দ্রুতগতিতে।

[৫] সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে এখন নতুন রোগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই। অনেক শহরে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে রোগীরা মারা যাচ্ছেন। এছাড়া দেশটির অনেক জায়গায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

[৬] ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো এসব কিছু বিবেচনায় নিতে নারাজ। তার যুক্তি, লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে এবং এর প্রভাব করোনা মহামারির বিদ্যমান প্রভাবের চেয়ে বেশি খারাপ হবে।

[৭] তবে করোনা সংক্রমণ কমাতে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকসহ স্থানীয় পর্যায়ের কিছু রাজনৈতিক নেতার বিভিন্ন বিধিনিষেধ আরোপের ওপর জোর দিচ্ছেন। তারা কঠোর লকডাউন ঘোষণারও দাবি জানাচ্ছেন।

[৮] ব্রাজিলের এসপিরিটো সানটো ফেডারেল ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ এথেল ম্যাসিয়েল বার্তাসংস্থা এএফপিকে জানান, আমরা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছি।

[৯] দেশটিতে এখন পর্যন্ত ১০ শতাংশেরও কম মানুষ কোভিড-১৯ টিকা নিয়েছেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়