শিরোনাম
◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম

ডেস্ক রিপোর্ট : চাকরি জীবনের প্রথম বেতন সবার কাছেই খুব আনন্দের। প্রথম বেতন খরচ করা নিয়ে অনেকেরই থাকে অনেক রকম পরিকল্পনা। তবে বেশিরভাগই তাদের প্রথম উপার্জনের টাকা তুলে দেন বাবা-মার হাতে। কিন্তু চাকরি জীবনের প্রথম বেতন হাতে পেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি নিয়াজ মাখদুম ইমরানের। বরং সেই টাকায় তাকে কিনতে হয়েছে বাবার কাফনের কাপড়।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ঘটনার ভুক্তভোগী নিয়াজ মাখদুম ইমরান কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন। গতমাসেই চাকরি জীবনে প্রবেশ করেন তিনি।

নিয়াজ মাখদুম ইমরান তার ফেসবুক প্রোফাইলে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘‘প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম, জীবনের কাছে আর কি চাইব’’। নিয়াজের এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার দুঃখে সমবেদনা জানিয়েছেন।

শাহাদত হোসেন নামে একজন পোস্টের নিচে লিখেছেন, ‘‘আপনার পিতার জন্য সারাজীবন দোয়া থাকবে,তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনে আমি।যতবারই দেখা হয়েছে অনেক উপদেশ দিয়েছেন আমাকে,উপদেশের মধ্যে শেষ উপদেশ ছিল Character is the basic issue Sahadat Hosen! এরকম পিতার ঘরে জন্মগ্রহণ করে, আপনার জীবন ধন্য। আল্লাহ তায়ালা আপনার পিতাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমাকাম দান করুন(আমিন)। আপনার জন্যও অকৃত্রিম শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ও দোয়া অবিরাম!’’

রাশিদুল হাসান রাকিব লিখেছেন, ‘‘হে আল্লাহ আপনি, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করুন,আমাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসে তার সাথে আবার আমাদের সবাট দেখা করার ব্যাবস্থা করুন।তোমাদের ২ জনকে তার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হিসেবে কবুল করুক’’।
সূত্র- ডেইলিক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়