শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম

ডেস্ক রিপোর্ট : চাকরি জীবনের প্রথম বেতন সবার কাছেই খুব আনন্দের। প্রথম বেতন খরচ করা নিয়ে অনেকেরই থাকে অনেক রকম পরিকল্পনা। তবে বেশিরভাগই তাদের প্রথম উপার্জনের টাকা তুলে দেন বাবা-মার হাতে। কিন্তু চাকরি জীবনের প্রথম বেতন হাতে পেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি নিয়াজ মাখদুম ইমরানের। বরং সেই টাকায় তাকে কিনতে হয়েছে বাবার কাফনের কাপড়।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ঘটনার ভুক্তভোগী নিয়াজ মাখদুম ইমরান কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন। গতমাসেই চাকরি জীবনে প্রবেশ করেন তিনি।

নিয়াজ মাখদুম ইমরান তার ফেসবুক প্রোফাইলে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘‘প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম, জীবনের কাছে আর কি চাইব’’। নিয়াজের এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার দুঃখে সমবেদনা জানিয়েছেন।

শাহাদত হোসেন নামে একজন পোস্টের নিচে লিখেছেন, ‘‘আপনার পিতার জন্য সারাজীবন দোয়া থাকবে,তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনে আমি।যতবারই দেখা হয়েছে অনেক উপদেশ দিয়েছেন আমাকে,উপদেশের মধ্যে শেষ উপদেশ ছিল Character is the basic issue Sahadat Hosen! এরকম পিতার ঘরে জন্মগ্রহণ করে, আপনার জীবন ধন্য। আল্লাহ তায়ালা আপনার পিতাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমাকাম দান করুন(আমিন)। আপনার জন্যও অকৃত্রিম শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ও দোয়া অবিরাম!’’

রাশিদুল হাসান রাকিব লিখেছেন, ‘‘হে আল্লাহ আপনি, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করুন,আমাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসে তার সাথে আবার আমাদের সবাট দেখা করার ব্যাবস্থা করুন।তোমাদের ২ জনকে তার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হিসেবে কবুল করুক’’।
সূত্র- ডেইলিক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়