রাহুল রাজ: [২] মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেছেন।
[৩] এরপর বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে একটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছে। তবে ওই তিন টেস্টের জন্য বিবেচিত হননি মাহমুদউল্লাহ রিয়াদ। সামনে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর রয়েছে।
[৪] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল কলম্বো পৌঁছবেন টাইগাররা। এবারের সিরিজে টেস্টে দলে ফেরানো হচ্ছে মাহমুদউল্লাহকে। কিন্তু রিয়াদের ইনজুরি টেস্ট দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
[৫] নিউজিল্যান্ডে পাওয়া চোট থেকে সেরে উঠতে আরও ১০ দিন লাগবে। কিন্তু ১২ তারিখে দলও চলে যাবার কথা শ্রীলঙ্কায়। এতে চোট কাটিয়ে উঠলেও রিয়াদ ফিটনেস ঠিক থাকবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, রিয়াদ যদি পুরো ফিট না থাকে তবে শেষ পর্যন্ত নাও রাখা হতে পারে মাহমুদউল্লাহকে। সেক্ষেত্রে পাইব লাইনে থাকা কাউকে সাদা পোশাকে দেখা যেতে পারে লঙ্কার মাটিতে।