শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে বিভিন্ন জায়গায়  স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৩৯ হাজার টাকা জরিমানা

সনত চকবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের প্রথম দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে স্থানীয়  প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সরকার ঘোষিত সাত দিন লকডাউনের প্রথমদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বোয়ালমারী বাজার ও উপজেলার সাতৈর বাজারে ১৩ ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯/১৮৮ ধারায় ২৭ হাজার ৩শ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক রোগ সংক্রমণ প্রতিরোধ আইনের ২০১৮এর ২৪/২ ধারায় বোয়ালমারী বাজার ও সহস্রাইল বাজারে ১১জনকে ১১ হাজার ৯শ টাকা জরিমানা করেন।

নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানায়,  'নির্দেশনা বাস্তবায়ন করতে লকডাউনের সময় অভিযান অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে আমরা আগামীতে আরও কঠোর অবস্থান গ্রহণ করবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়