শিরোনাম
◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজান উপলক্ষ্যে বেড়েছে টিসিবি’র পণ্য বরাদ্দ, লকডাউনে উপচে পড়া ভিড়

শরীফ শাওন: [২] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, সারাদেশে ৫০০টি ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে রাজধানীতে পণ্য বিক্রি হচ্ছে ১০০ ট্রাকে।

[৩] সোমবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। এছাড়া পন্য বিক্রির পরিমাণও বাড়ানো হয়েছে। ক্রেতা প্রতি ৫৫টা দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ ও ৮০ টাকা দরে ১ কেজি খেজুর বিক্রি হচ্ছে।

[৪] এদিকে রোজা ও লকডাউনের কারণে বাজারে পণ্য সল্পতা ও অধিক মূল্য রাখার কারণে ট্রাককেন্দ্রিক ভিড় ছিলো চোখে পড়ার মতো। রাজধানীর শান্তিনগর, ফকিরাপুল, মিরপুরসহ বিভিন্ন এলাকা ছাড়াও জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন দেখা যায়।

[৫] পণ্য কিনতে আসা ক্রেতাদের প্রাধাণ্য পায় পেঁয়াজ, তেল, ছোলা, ডাল ও চিনি। রাকিব হোসেন নামের এক ক্রেতা বলেন, রমজান এলেই বাজার দর উর্দ্ধমুখি থাকে। এবার আগ থেকেই এসকল পণ্যের দাম চড়াও। এখন লকডাউনের কারণে দাম নিয়ে শঙ্কা কাজ করছে। তাই দীর্ঘ লাইনে দাড়িয়ে এসকল পণ্য সংগ্রহ করতে এসেছি।

[৬] লাইনের শেষ প্রান্তে থাকা হাবিবুর রহমান বলেন, এত পরিমাণ লোক এসেছেন, তাতে কাঙ্খিত তেল ও চিনি পাওয়া যাবে কিনা সন্দিহান রয়েছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়