শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজান উপলক্ষ্যে বেড়েছে টিসিবি’র পণ্য বরাদ্দ, লকডাউনে উপচে পড়া ভিড়

শরীফ শাওন: [২] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, সারাদেশে ৫০০টি ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে রাজধানীতে পণ্য বিক্রি হচ্ছে ১০০ ট্রাকে।

[৩] সোমবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। এছাড়া পন্য বিক্রির পরিমাণও বাড়ানো হয়েছে। ক্রেতা প্রতি ৫৫টা দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ ও ৮০ টাকা দরে ১ কেজি খেজুর বিক্রি হচ্ছে।

[৪] এদিকে রোজা ও লকডাউনের কারণে বাজারে পণ্য সল্পতা ও অধিক মূল্য রাখার কারণে ট্রাককেন্দ্রিক ভিড় ছিলো চোখে পড়ার মতো। রাজধানীর শান্তিনগর, ফকিরাপুল, মিরপুরসহ বিভিন্ন এলাকা ছাড়াও জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন দেখা যায়।

[৫] পণ্য কিনতে আসা ক্রেতাদের প্রাধাণ্য পায় পেঁয়াজ, তেল, ছোলা, ডাল ও চিনি। রাকিব হোসেন নামের এক ক্রেতা বলেন, রমজান এলেই বাজার দর উর্দ্ধমুখি থাকে। এবার আগ থেকেই এসকল পণ্যের দাম চড়াও। এখন লকডাউনের কারণে দাম নিয়ে শঙ্কা কাজ করছে। তাই দীর্ঘ লাইনে দাড়িয়ে এসকল পণ্য সংগ্রহ করতে এসেছি।

[৬] লাইনের শেষ প্রান্তে থাকা হাবিবুর রহমান বলেন, এত পরিমাণ লোক এসেছেন, তাতে কাঙ্খিত তেল ও চিনি পাওয়া যাবে কিনা সন্দিহান রয়েছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়