শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজান উপলক্ষ্যে বেড়েছে টিসিবি’র পণ্য বরাদ্দ, লকডাউনে উপচে পড়া ভিড়

শরীফ শাওন: [২] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, সারাদেশে ৫০০টি ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে রাজধানীতে পণ্য বিক্রি হচ্ছে ১০০ ট্রাকে।

[৩] সোমবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। এছাড়া পন্য বিক্রির পরিমাণও বাড়ানো হয়েছে। ক্রেতা প্রতি ৫৫টা দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ ও ৮০ টাকা দরে ১ কেজি খেজুর বিক্রি হচ্ছে।

[৪] এদিকে রোজা ও লকডাউনের কারণে বাজারে পণ্য সল্পতা ও অধিক মূল্য রাখার কারণে ট্রাককেন্দ্রিক ভিড় ছিলো চোখে পড়ার মতো। রাজধানীর শান্তিনগর, ফকিরাপুল, মিরপুরসহ বিভিন্ন এলাকা ছাড়াও জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন দেখা যায়।

[৫] পণ্য কিনতে আসা ক্রেতাদের প্রাধাণ্য পায় পেঁয়াজ, তেল, ছোলা, ডাল ও চিনি। রাকিব হোসেন নামের এক ক্রেতা বলেন, রমজান এলেই বাজার দর উর্দ্ধমুখি থাকে। এবার আগ থেকেই এসকল পণ্যের দাম চড়াও। এখন লকডাউনের কারণে দাম নিয়ে শঙ্কা কাজ করছে। তাই দীর্ঘ লাইনে দাড়িয়ে এসকল পণ্য সংগ্রহ করতে এসেছি।

[৬] লাইনের শেষ প্রান্তে থাকা হাবিবুর রহমান বলেন, এত পরিমাণ লোক এসেছেন, তাতে কাঙ্খিত তেল ও চিনি পাওয়া যাবে কিনা সন্দিহান রয়েছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়