শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিআরপি নিরুপণে নির্ধারণ করা হবে বেসরকারি প্রতিষ্ঠান, তথ্য মন্ত্রণালয়ের ১০ দফা নিয়ম

শরীফ শাওন: [২] বাংলাদেশে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নিরূপণ কার্যক্রম পরিচালনায় এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হতে পারে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

[৩] রোববার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানসম্মত, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক প্রচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে টিআরপি নির্ধারণের প্রতিষ্ঠান নির্বাচন, কারিগরি সহায়তা দেওয়া এবং কার্যক্রম তদারকি ২০ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে যেসব প্রতিষ্ঠান টিআরপি কার্যক্রম পরিচালনা করছে, তারা কেউ বাংলাদেশ সরকারের অনুমোদিত নয়।

[৪] নিয়মাবলির মধ্যে বলা হয়, নির্দিষ্ট মেয়াদে টিআরপি কার্যক্রম পরিচালনায় আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠান থেকে দরখাস্তা আহ্বান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগ্রহী দেশি ও বাংলাদেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত তারিখের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে দরখাস্ত জমা দেবে। বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশে অফিস থাকতে হবে। আবেদনের সঙ্গে নিরাপত্তা জামানত বাবদ ১০ লাখ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (ফেরতযোগ্য) জমা দিতে হবে।

[৫] কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানকে অনাপত্তিপত্র গ্রহণের আগে লাইসেন্স ফি বাবাদ ৫ লাখ টাকার চালান কপি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কারিগরি সহায়তা নিয়ে তদারক কমিটির সন্তুষ্টি সাপেক্ষে পর্যাপ্তসংখ্যক স্থানে আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে টিআরপি নির্ধারণ করবে। এলক্ষ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত বাংলাদেশি টিভি চ্যানেলের তালিকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠান থেকে স্যাটেলাইট কর্তৃপক্ষ নির্দিস্ট হারে ফি নিতে পারবে। প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ বাবদ টিভি চ্যানেলগুলোর কাছ থেকে প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ ফি নিতে পারবে। মন্ত্রণালয়কে অবহিত করে প্রতিবেদন প্রকাশ করতে পারবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়