শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ২৬ লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার ৫

নেত্রকোনা প্রতিনিধি: [২] নেত্রকোনার মোহনগঞ্জে সিগারেট ডিলারের অফিস থেকে ২৫ লক্ষ ৬৬ হাজার ৮৬০ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিলার মৃত্যুঞ্জয় রায় সেন্টুর করা মামলায় অফিসের ম্যানেজার স্টাফসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

[৩] রোববার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] আসামিরা হলো- অফিসের ম্যানেজার কমল রায় (৩৯), সুপার ভাইজার রঞ্জন সরকার (৩৮), এসআর ও সিকিউরিটি গার্ড আকাশ গোস্বামী (২৪), গোলাম মোস্তফা স্বপন (৫২), ও রনি বনিক (২৪)। এ ছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

[৫] পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ গিয়ে অফিসের ম্যানেজার স্টাফসহ ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। মামলার পর পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আর ওই অফিসে থাকা সিসি ক্যামেরার বৈদ্যুতিক কানেকশন খোলা ছিল, তবে এর রেকর্ডার জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ভল্টের কোন তালা খুঁজে পাওয়া যায়নি। এমনকি তালা ভাঙার কোন চিহ্নও ছিল না ওখানে।

[৬] মামলা সূত্রে জানা গেছে, ওইদিন ব্রিটিশ-আমেরিকান টোবাকোর অফিসে রাখা ভল্ট খুলে ২৫ লক্ষ ৬৬ হাজার ৮৬০ টাকা চুরি হয়। খবর পেয়ে ডিলার মৃত্যুঞ্জয় রায় সেন্টু নেত্রকোনা থেকে এসে দেখেন ভল্টে কোন তালা নেই। এমনকি তালা ভাঙার কোন চিহ্নও তিনি দেখতে পাননি। এতে করে অফিসের স্টাফদের প্রতি তার সন্দেহ জাগে।

[৭] এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়