মহসীন কবির: [২] সোমবার মোহাম্মদপুর কৃষি মার্কেট ও জেনেভা ক্যাম্পের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে আসা নুরু নামে একজন মাস্ক না পরার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জাানন, মাস্ক পরে কি হবে, আল্লাহ রোগ দিয়েছেন, তিনিই মুক্ত করবেন। মাস্ক পরে লাখ হবে না, পরলে হয় শ্বাসকষ্ট হয় ।
[৩] করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে এক সপ্তাহের লকডাউন। দিন দিন সংক্রমণ ব্যাপকহারে বাড়ায় স্বাস্থ্যবিধি মানছেনা বেশির ভাগ মানুষ।নিরাপদ শারীরিক দূরত্ব বজায় থাকছে না। অনেকে মাস্ক পরলেও তা নিদিষ্ট স্থানে থেকে নামিয়ে রাখতে দেখা গেছে৷ এছাড়া বাজারে ছোট ছোট চায়ের দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দূরত্ব বজায় না রেখেই এসব চলতে দেখা গেছে।
[৪] এদিকে লকডাউনের খবরে বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বাজারগুলো ঘুরে দেখা গেছে, তিনদিন আগের ১৮ থেকে ২০ টাকায় যে আলু বিক্রি হতো এখন সেই আলু প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা দরে। ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়, ৬০ টাকা কেজির আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা দরে। একই সঙ্গে দাম বেড়েছে সব ধরনের চালের। বিক্রেতারা প্রতিকেজি চালে ২ থেকে ৩ টাকা বেশি নিচ্ছেন। পাশাপাশি বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে প্রতি হালি ডিম ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা হালি।