শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমানুষিক কাজের চাপে বোতলেই প্রস্রাব সারেন অ্যামাজন কর্মীরা

রাশিদুল ইসলাম : [২] এধরনের বিস্ফোরক অভিযোগ মেনে নিয়েছে অ্যামাজন। সারাদিন কাজের চাপে দম ফেলার সময় নেই! কিন্তু শরীর তো আর সে কথা শুনছে না! তাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ঠিকমতো সময় না পেয়ে অগত্যা এক পন্থা বের করে নিয়েছিলেন জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের কর্মচারীরা। কাজের চাপে দরকারের সময় বোতলের মধ্যেই প্রস্রাব সারতেন তাঁরা। সম্প্রতি এ খবর সামনে আসতে শুরু হয় তোলপাড়। দি ওয়াল

[৩] সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক জেমস ব্লাডওয়ার্থ অ্যামাজন সম্পর্কিত একটি বইতে কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগটি এনেছিলেন। এমনকি ট্যুইটারে তিনি জানিয়েছিলেন, অ্যামাজনে কাজ করার সময় তিনি নিজেও কাজের চাপে সময় না পেয়ে বোতলে প্রস্রাব করতে বাধ্য হয়েছিলেন। তাঁর বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

[৪] প্রাথমিকভাবে এই দাবি অ্যামাজন উড়িয়ে দিলেও একের পর এক কর্মী মুখ খুলতে থাকলে অবশেষে পিছু হটে অ্যামাজন। কোম্পানিটি বিবৃতি দিয়ে প্রথমে ক্ষমা চেয়ে বলে আমাদের কর্মীদের অনেক সময়েই এমন পরিস্থিতিতে পড়তে হয় যখন শৌচাগারে যাওয়ার সুযোগ থাকে না। মূলত ট্রাফিকের কারণে বা গ্রাম্য এলাকায় ড্রাইভারদের এমন সমস্যা দেখা দেয় বলে দাবি করেছে এই মার্কিন কোম্পানি। এও বলে, করোনার সময় অনেক জায়গাতেই টয়লেট বন্ধ হয়ে গিয়েছিল। সেসময়ও বোতলে প্রস্রাবের প্রবণতা বেড়েছিল।

[৫] অ্যামাজন বলছে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। কিন্তু তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি। কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের মান-সম্মান ও শ্রমের আইন নিয়েই উঠেছে প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়