শিরোনাম
◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমানুষিক কাজের চাপে বোতলেই প্রস্রাব সারেন অ্যামাজন কর্মীরা

রাশিদুল ইসলাম : [২] এধরনের বিস্ফোরক অভিযোগ মেনে নিয়েছে অ্যামাজন। সারাদিন কাজের চাপে দম ফেলার সময় নেই! কিন্তু শরীর তো আর সে কথা শুনছে না! তাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ঠিকমতো সময় না পেয়ে অগত্যা এক পন্থা বের করে নিয়েছিলেন জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের কর্মচারীরা। কাজের চাপে দরকারের সময় বোতলের মধ্যেই প্রস্রাব সারতেন তাঁরা। সম্প্রতি এ খবর সামনে আসতে শুরু হয় তোলপাড়। দি ওয়াল

[৩] সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক জেমস ব্লাডওয়ার্থ অ্যামাজন সম্পর্কিত একটি বইতে কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগটি এনেছিলেন। এমনকি ট্যুইটারে তিনি জানিয়েছিলেন, অ্যামাজনে কাজ করার সময় তিনি নিজেও কাজের চাপে সময় না পেয়ে বোতলে প্রস্রাব করতে বাধ্য হয়েছিলেন। তাঁর বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

[৪] প্রাথমিকভাবে এই দাবি অ্যামাজন উড়িয়ে দিলেও একের পর এক কর্মী মুখ খুলতে থাকলে অবশেষে পিছু হটে অ্যামাজন। কোম্পানিটি বিবৃতি দিয়ে প্রথমে ক্ষমা চেয়ে বলে আমাদের কর্মীদের অনেক সময়েই এমন পরিস্থিতিতে পড়তে হয় যখন শৌচাগারে যাওয়ার সুযোগ থাকে না। মূলত ট্রাফিকের কারণে বা গ্রাম্য এলাকায় ড্রাইভারদের এমন সমস্যা দেখা দেয় বলে দাবি করেছে এই মার্কিন কোম্পানি। এও বলে, করোনার সময় অনেক জায়গাতেই টয়লেট বন্ধ হয়ে গিয়েছিল। সেসময়ও বোতলে প্রস্রাবের প্রবণতা বেড়েছিল।

[৫] অ্যামাজন বলছে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। কিন্তু তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি। কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের মান-সম্মান ও শ্রমের আইন নিয়েই উঠেছে প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়