মিনহাজুল আবেদীন: [২] রোববার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ীই বইমেলা খোলা রাখার চেষ্টা করছি। যেভাবে গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা খোলা রাখা হয়েছে।
[৪] নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন, বইমেলা খোলা রাখার বিষয়ে প্রকাশকদের তরফ থেকে চাপ রয়েছে। এই কারণে লকডাউন থাকলেও বইমেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
[৫] প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, আমরা গতকাল জানতে চেয়েছিলাম, লকডাউনের মধ্যে মেলার ব্যাপারে কী সিদ্ধান্ত হবে? আমাদের বলা হয়েছে, নিয়ম মেনেই সিদ্ধান্ত নেয়া হবে।
[৬] জাগৃতি প্রকাশনীর প্রকাশক রাজিয়া রহমান বলেন, লকডাউনের মধ্যে মানুষ কীভাবে আসবে, মেলা কীভাবে চলবে- বুঝতে পারছি না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব