শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুরুকে অপহরণ করে গুমের চেষ্টা! (ভিডিও)

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে আজ রোববার সন্ধ্যার পর বাড্ডা এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে, ডিবি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে৷

আজ রাত ৮টার দিকে স্বল্পসময়ের জন্য নিজের ফেসবুকে লাইভে এসে নুরুল হক নূর জানান, গুলশানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বাড্ডার দিকে ফিরছিলেন তিনি৷ এসময় যানজটে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল৷ তখন একজন ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়ির সিটে বসে তাকে অপহরণের চেষ্টা করে৷ তখন দ্রুত তিনি গাড়ি থেকে নেমে প্রাণ আরএফএলের শো-রুমে আশ্রয় নেন৷

ফেসবুক লাইভে দেখা যায়, সেই শোরুমের মধ্যেও তাকে টানা হেঁচড়া করছেন কয়েকজন ব্যক্তি৷ নুর তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান৷ কিছুক্ষণ ওই ব্যক্তিদের প্রাণ আরএফএলের শো-রুমে ঘুরতেও দেখা গেছে৷

নূর লাইভে আরও দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গুম করার চেষ্টা করা হচ্ছে৷ গোয়েন্দাদের কাছ থেকেই তিনি এই তথ্য জেনেছেন৷ রোববারের ঘটনা সেই প্রক্রিয়ারই অংশ বলেও দাবি করেন তিনি৷

নূরকে গ্রেফতার বা আটকের কোন চেষ্টা করা হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘‘নূরকে আটক বা গ্রেপ্তারের কোন নির্দেশনা তাদের নেই৷”

তবে তিনি দাবি করেন যে নূর বিভিন্ন আসামিকে নিয়ে ঘুরে বেড়ায়৷ তাদের অনেক সময় গ্রেপ্তার করতে গেলে নূর লাইভে এসে এসব কথা বলেন৷

রবিবার সন্ধ্যায় এমন কোন চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ডিবির অনেক টিম এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, ফলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল৷” সূত্র: ডয়চে ভেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়