শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন মামুনুল হক (ভিডিও)

জেরিন আহমেদ: [২] হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গে থাকা এক নারীকে নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] এরপর বিকেলে ফেসবুক লাইভে এসে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, মন্ত্রীদের স্পষ্ট ভাষায় বলছি, আমার স্ত্রী সম্পর্কে বক্তব্য দিয়েছি, তিনি আমার বৈধ স্ত্রী।

[৪] তিনবার আল্লাহর কসম খেয়ে মামুনুল হক আরও বলেন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি ও মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই। পক্ষান্তরে যাঁরা আমার ও আমার স্ত্রী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা প্রচার করছেন-তাঁদের ওপর তোমার গজব নাযিল করো। তাঁরা যেন নির্বংশ হয়ে যায়।  যাঁরা এই তথ্য বলে বেড়াচ্ছেন-অনুরোধ করবো তারাও যেনো আমার মতো আল্লাহর কসম খেয়ে বলে, তাঁরা যদি মিথ্যা বলে থাকে তাহলে যেনো ধ্বংস করুক। যদি সৎসাহস থকে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করুক।

[৫] নিজেকে কোরআনের ধারক দাবি করে মামুনুল হক বলেন, আল্লাহ তোমার নবীর একজন নায়েব হিসেবে যে দায়িত্ব দিয়েছো। আল্লাহ তোমাকে বললাম, যারা মিথ্যাবাদী হয় তাঁদের উপর গযব নাজিল করো।

[৬] এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিবিসিকে বলেছেন, প্রধানমন্ত্রী 'বিভ্রান্তিমূলক' তথ্য পেয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। দলটি প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানিয়েছে। মোহাম্মদ ফয়সাল বলেন, ‘একজন প্রধানমন্ত্রী নিশ্চিত না হয়ে, মিথ্যা সংবাদ শুনে এবং সুপার এডিটিং করে যে সমস্ত ভিডিও গতকাল প্রচার হয়েছে, সে কথা শুনে তিনি জাতীয় সংসদে যে কথা বলেছেন, তাতে আমরা বিব্রত এবং হতভম্ব।’ বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ বসে প্রতিবাদ কর্মসূচী নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

[৭] এছাড়া হেফাজতে ইসলাম রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে।

সূত্র: বাংলাভিশন, দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়