ডেস্ক রিপোর্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান (এপোলো) মামুুনুল হকের নারী কেলেঙ্কারীর বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, জনপ্রিয়তা থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না, লাগে রাজনৈতিক প্রজ্ঞা, উপস্থিত বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান। নিচে তার ফেসবুক স্ট্যাটাসটি লিঙ্কসহ দেওয়া হলো :
আরএসএস পাণ্ডাদের অনেক ক্ষোভ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর উপর। একবার তারা জিন্নাহকে হানি ট্র্যাপ করার পরিকল্পনা করেছিল। জিন্নাহ বোম্বে থেকে ট্রেনে করে দিল্লি যাচ্ছিলেন, হঠাৎ তার ফার্স্ট-ক্লাস কামরার দরজায় নক। দরজা খোলা মাত্রই অসাধারণ সুন্দরী এক নারী তাকে ধাক্কা দিয়ে কামরায় ঢুকে গেল। জিন্নাহ আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে বসে ওই নারীর কর্মকাণ্ড দেখতে লাগলেন।
ওই নারী প্রথমে জিন্নাহকে তার সাথে আন্তরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলো এবং এটা না করলে সে চিৎকার করে লোক জড়ো করার হুমকিও দিল। জিন্নাহ সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে নিজেই নিজের কাপড় নিজে ছিঁড়তে লাগল, তারপর চিৎকার-চেঁচামেচি শুরু করলো। আগে থেকেই ওৎপেতে থাকা আরএসএসের পান্ডারা জিন্নাহর কক্ষের সামনে এসে ঐ নারীর ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলো। চেইন টানা হলো, রেল পুলিশ এলো।
জিন্নাহ কিন্তু নির্বিকার বসে আছেন, আর মৃদু মৃদু হাসছেন। রেল পুলিশ যখন জিজ্ঞেস করল- স্যার, আপনি এটা কি করলেন? তখন জিন্নাহ নিজের হাতে থাকা সিগারেটের লম্বা ছাইয়ের দিকে ইঙ্গিত করে উত্তর দিলেন- বেওকুফ, এটা দেখো।
জনপ্রিয়তা থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না, সাথে রাজনৈতিক প্রজ্ঞা, উপস্থিত বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান লাগে।
আরএসএস পাণ্ডাদের অনেক ক্ষোভ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর উপর।
একবার তারা জিন্নাহকে হানি ট্র্যাপ করার পরিকল্পনা করেছিল।...
Posted by A K M Wahiduzzaman on Saturday, April 3, 2021