শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: একজন পরীক্ষার্থীর সঙ্গে দু’তিনজন কেন আসতে হবে?

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: ‘বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করছে যুক্তরাজ্য’। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হতে যাচ্ছে। ভারতেও কিন্তু সংক্রমণ একইভাবে বাড়ছে কিন্তু ভারতের নাম এই লিস্টে নেই। দুর্বল হলে এটাই সায়েন্স।

তাদের যখন খারাপ অবস্থা তখনও আমরা তাদের ঢুকতে দিয়েছি। তাদের থেকে তাদের স্ট্রেইন দ্বারা আমরা এখন তাদের অবস্থার দিকে যাচ্ছি। এর নাম ব্রিটিশ। গতবছর ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনে না নিয়ে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছিলাম। এবার যুক্তরাজ্য থেকে ফেরতদের প্রথমদিকে তাও করিনি।

এর ওপর গত কয়দিনে মোদির বাংলাদেশ সফর নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম, মেডিকেলের ভর্তি নিয়ে কয়েকটা ছবিতে যা দেখলাম তাতে আমরা যে কতো বলদ তা আবার প্রমাণ দিলাম। একজন পরীক্ষার্থীর সাথে দুজন তিনজন কেন আসতে হবে? বিমানবন্দরে স্বজনদের বিদায় দিতে ১০ জন কেন যেতে হবে? পৃথিবীর কোথাও দেখবেন যে একজনকে বিদায় বা রিসিভ করতে এত মানুষ যেতে? আমর স্ত্রী-কন্যারা ইতালি গেলে আমাদের রিসিভ কেবল ওর বাবা না হয় মা আসে। তও আসে কারণ আমাদের গাড়ি লাগবে। আবার বিদায় দেওয়ার সময়ও একজনই আসে।

ছবিটা দেখে সভ্য কোনো মানুষ কল্পনাও করতে পারবে যে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে? এজন্যই বলি আগে মানুষকে সত্যিকার শিক্ষায় শিক্ষিত করুন তাহলে এসব অনেক কিছুই বাই ডিফল্ট ম্যানেজ হয়ে যাবে। উন্নত মানুষ ছাড়া উন্নয়ন হয় না।

লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়