জসিম আহমেদ: আল্লাহ বলেছেন, “হে মুমিনগন তোমরা অপরের দোষ আড়াল করো, আমি তোমাদের দোষগুলোকে আড়াল করে দিবো।মামুনুল হকের রয়েল রিসোর্ট কেলেঙ্কারি তাই আল্লাহর নির্দেশে আড়াল করা উচিত। এমনকি যাকে নিয়ে মামুনুল হক রিসোর্টে ডেট করতে গেছেন তাকে স্ত্রী দাবি করলেও কাবিন প্রসংগে বলেছেন আল্লাহকে হাজির করে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন, এর মানে কাবিন নাই এবং যেটি দেশের প্রচলিত আইনে অবৈধ। আর বৃটিশ ধারনায় এটাকে সোশ্যাল পার্টনারশিপ বললে বৈধতা দেয়া যায়। তবে শ্বশুর বাড়ি কোথায় তার উত্তর দিতে না পারায় সিআরপিসির ২৯০ ধারা নিয়ে পুলিশের ভাবনার সুযোগ আছে।
তার পরও আল্লাহর আদেশ পালন করতে যাইয়া বিষয়টা আমি আড়াল করে দেয়ার পক্ষে। কাউকে কিছু না জানানো উচিত।
শুধু মাওলানা মামুনুল হককে সুরা বনি ইসরাইলের ৩২ নাম্বার আয়াতটা শোনাতে চাই, “ওয়ালা তাকরাবুজ্জেনা, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা”
সাদাকাল্লাহুল আজিম!