শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে করোনা পরীক্ষায় আগ্রহ নেই সাধারণ মানুষের

সোহাগ গাজী: [২] দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শুরু থেকেই সাধারন মানুষের আগ্রহ নেই করোনা পরীক্ষায়। ফলে করোনা আক্রান্তদের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে করোনা ঝুঁকি দিন দিন বাড়ছে।

[৩] আর গ্রামের মোড়ে মোড়ে বিভিন্ন হাট-বাজারে মানুষের সচেতনতা আরো কম। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে ২ লক্ষ ৯২ হাজার ৫ শত জন জনসংখ্যা নিয়ে বসবাস। জানাগেছে গত বছর শুরু থেকে শুক্রবার পর্যন্ত উপজেলায় মাত্র ৮৭৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছেন ১৯০ জন। আর এই উপজেলা করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।

[৪] খোঁজ নিয়ে জানাগেছে, বর্তমানে উপজেলার অনেক বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। তাদের বেশী ভাগেই বিভিন্ন ফার্মেসি থেকে উপসর্গের কথা বলে ওষুধ কিনে সেবন করছেন। এভাবে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়েও উঠেছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি-র্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। এমতাবস্থায় দেশের ফের করোনা আক্রানের সংখ্যাও বাড়ছে। এ জন্য ১৮ দফা নির্দেশনাও জারি করেছে সরকার।

[৫] এমন ভয়াভহ পরিস্থিতিতে করোনা নমুনা পরীক্ষা করছেন না কেউ। ফলে তাদের হোম-কোয়ারেন্টাইন নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এমনকি করোনা আক্রান্তদের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে করোনা ঝুঁকি বাড়ছে। মাস্ক পড়লেও অনেকেই নাক-মুখের নিচে নামিয়ে রাখছেন। সামাজিক দুরত্ব দুরে ঠেলে গাদাগাদি করে উঠছেন অটো-রিক্সাসহ বিভিন্ন যানবাহনে । উপজেলার বিভিন্ন হাট-বাজারে থাকছে লোকে-লোকারণ্য। বিশ্বাসই করতে চান-না করোনা বলে কিছু আছে।

[৬] এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. মনিরুজ্জামান জানান , উপজেলায় শুরু থেকেই সাধারন মানুষের মধ্যে করোনা পরীক্ষা করার আগ্রহ কম। প্রশাসন আবারো কঠোর হয়েছে করোনা সংক্রমন রোধে। প্রতিদিন সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম কার্যক্রম চালাচ্ছেন উপজেলা প্রশাসন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়