শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিংকন বিডি: বাংলাদেশ এখন করোনা বোমা!

লিংকন বিডি: অবহেলা, আত্মঅহংকার, অব্যবস্থাপনা বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিলো একশ্রেণির স্বার্থপর জনগণ। আর সরকার, তার তো অহংকারে পা মাঠিতেই পরছিলো না। অমুকের নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিরাট সফলতা অর্জন করেছে, আমেরিকা, ইতালির চেয়ে বাংলাদেশ অনেক বেশি ভালো আছে ইত্যাদি। এই দুইয়ের যোগফল গত দুই মাস দেশব্যাপী হয়ে গেলো পিকনিক, বিয়ে গেট টুগেদার রাজনৈতিক উৎসব হেফাজতের ধর্ম হেফাজত। কক্সবাজার, চট্রগ্রাম সিলেটের মতো জায়গাগুলোতে ছিলো স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম। এই সুযোগে করোনাভাইরাসও উৎসবে মেতে উঠেছে। এতো বেশি হোস্ট পেয়ে করোনা ভাইরাস নিজেকে মিউটেশন (পরিবর্তন) করছে মনের আনন্দে।

কতো ধরনের মিউটেশন হয়েছে, কোনটা কতোটুকু বিপজ্জনক তা কিন্ত জানার বা গবেষণা করে বের করার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশকে এই মুহূর্তে করোনা ভাইরাসের বোমা বলা যায়। ঢাকা শহরে এটা এতো বেশি ছড়িয়েছে তা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। সেদিন আমার পরিচিত একজন জানালো তাদের পরিবারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। আমার পরিচিতদের মধ্যে মৃতের সংখ্যাটা আতকে ওঠার মতো। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে এ ব্যাপারে কোনো সন্দেহই  নেই। ঢাকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি ঘরের ভেতরে বসে থেকেও আক্রান্ত হবেন। অর্থাৎ প্রতিরোধের পথও বন্ধ হয়ে গেলো, আর ভ্যাকসিন সেটা ভাইরাসের মিউটেশনের কারণে কতোটুকু কার্যকর তা আমরা কেউ জানি না। আর করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসাটাও কপালে জুটবে, সে আশাও নেই। এখন আশা একটাই করোনায় যদি করুণা করে, আসুন সবাই মিলে সে প্রার্থনাই করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়