শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিংকন বিডি: বাংলাদেশ এখন করোনা বোমা!

লিংকন বিডি: অবহেলা, আত্মঅহংকার, অব্যবস্থাপনা বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিলো একশ্রেণির স্বার্থপর জনগণ। আর সরকার, তার তো অহংকারে পা মাঠিতেই পরছিলো না। অমুকের নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিরাট সফলতা অর্জন করেছে, আমেরিকা, ইতালির চেয়ে বাংলাদেশ অনেক বেশি ভালো আছে ইত্যাদি। এই দুইয়ের যোগফল গত দুই মাস দেশব্যাপী হয়ে গেলো পিকনিক, বিয়ে গেট টুগেদার রাজনৈতিক উৎসব হেফাজতের ধর্ম হেফাজত। কক্সবাজার, চট্রগ্রাম সিলেটের মতো জায়গাগুলোতে ছিলো স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম। এই সুযোগে করোনাভাইরাসও উৎসবে মেতে উঠেছে। এতো বেশি হোস্ট পেয়ে করোনা ভাইরাস নিজেকে মিউটেশন (পরিবর্তন) করছে মনের আনন্দে।

কতো ধরনের মিউটেশন হয়েছে, কোনটা কতোটুকু বিপজ্জনক তা কিন্ত জানার বা গবেষণা করে বের করার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশকে এই মুহূর্তে করোনা ভাইরাসের বোমা বলা যায়। ঢাকা শহরে এটা এতো বেশি ছড়িয়েছে তা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। সেদিন আমার পরিচিত একজন জানালো তাদের পরিবারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। আমার পরিচিতদের মধ্যে মৃতের সংখ্যাটা আতকে ওঠার মতো। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে এ ব্যাপারে কোনো সন্দেহই  নেই। ঢাকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি ঘরের ভেতরে বসে থেকেও আক্রান্ত হবেন। অর্থাৎ প্রতিরোধের পথও বন্ধ হয়ে গেলো, আর ভ্যাকসিন সেটা ভাইরাসের মিউটেশনের কারণে কতোটুকু কার্যকর তা আমরা কেউ জানি না। আর করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসাটাও কপালে জুটবে, সে আশাও নেই। এখন আশা একটাই করোনায় যদি করুণা করে, আসুন সবাই মিলে সে প্রার্থনাই করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়