শিরোনাম
◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের ◈ যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য চুক্তির রূপরেখায় একমত, টিকটক ও বিরল খনিজ রপ্তানিতেও সমঝোতা ◈ দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর মামলার আসামি হয়েও প্রকাশ্যে নায়িকা নিপুণ ◈ তুমুল সংঘর্ষ আফগান সীমান্তে, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ ◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিংকন বিডি: বাংলাদেশ এখন করোনা বোমা!

লিংকন বিডি: অবহেলা, আত্মঅহংকার, অব্যবস্থাপনা বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিলো একশ্রেণির স্বার্থপর জনগণ। আর সরকার, তার তো অহংকারে পা মাঠিতেই পরছিলো না। অমুকের নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিরাট সফলতা অর্জন করেছে, আমেরিকা, ইতালির চেয়ে বাংলাদেশ অনেক বেশি ভালো আছে ইত্যাদি। এই দুইয়ের যোগফল গত দুই মাস দেশব্যাপী হয়ে গেলো পিকনিক, বিয়ে গেট টুগেদার রাজনৈতিক উৎসব হেফাজতের ধর্ম হেফাজত। কক্সবাজার, চট্রগ্রাম সিলেটের মতো জায়গাগুলোতে ছিলো স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম। এই সুযোগে করোনাভাইরাসও উৎসবে মেতে উঠেছে। এতো বেশি হোস্ট পেয়ে করোনা ভাইরাস নিজেকে মিউটেশন (পরিবর্তন) করছে মনের আনন্দে।

কতো ধরনের মিউটেশন হয়েছে, কোনটা কতোটুকু বিপজ্জনক তা কিন্ত জানার বা গবেষণা করে বের করার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশকে এই মুহূর্তে করোনা ভাইরাসের বোমা বলা যায়। ঢাকা শহরে এটা এতো বেশি ছড়িয়েছে তা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। সেদিন আমার পরিচিত একজন জানালো তাদের পরিবারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। আমার পরিচিতদের মধ্যে মৃতের সংখ্যাটা আতকে ওঠার মতো। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে এ ব্যাপারে কোনো সন্দেহই  নেই। ঢাকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি ঘরের ভেতরে বসে থেকেও আক্রান্ত হবেন। অর্থাৎ প্রতিরোধের পথও বন্ধ হয়ে গেলো, আর ভ্যাকসিন সেটা ভাইরাসের মিউটেশনের কারণে কতোটুকু কার্যকর তা আমরা কেউ জানি না। আর করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসাটাও কপালে জুটবে, সে আশাও নেই। এখন আশা একটাই করোনায় যদি করুণা করে, আসুন সবাই মিলে সে প্রার্থনাই করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়