এমদাদ খান : [২] পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার এমন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতির কথা মাথায় রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে এসডিজি বাস্তবায়ন করতে হলে সমউন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
[৩] বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা হলরুমে মাটিরাঙ্গা পৌরসসভার মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
[৪] এর আগে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এসডিজি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম । সম্পাদনা: জেরিন আহমেদ