শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: এসকেপ

আসিফুজ্জামান পৃথিল: [২] চলতি অর্থবছরের জন্য এই পূর্বাভাষ দিয়েছে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসেফিক (এসকেপ)। একটি জরিপের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এই ভবিষ্যতবানী করে।

[৩] এসকেপের এই ফ্র‌্যাগশিপ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ভবিষ্যতের উচ্চাভিলাসী কর্মপরিকল্পনা আর ৯ মার্চ ২০২১ পর্যন্ত অতিমারি পরিস্থিতির উপর নির্ভর করে। জাতিসংঘের মতে, গত বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ছিলো ৫.২ শতাংশ।

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ তার অর্থনৈতিক পরিকল্পনা থেকে লাভবান হয়েছে। অর্থবছর ব্যবস্থাপনাই এই সাফল্যের কারণ। এছাড়া ক্রমবর্ধমান রেমিট্যান্সও এই সাফল্যের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।

[৫] এসকেপ বলছে, পুরো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এলডিসি ভুক্ত আর কোনও দেশ ৩ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। এসকেপ আরও বলে, ‘এই সাফল্যে ৩টি নিয়ামক কাজ করেছে। বাংলাদেশ এলডিসিভুক্ত অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে বড়, গ্রামীন খাত অনেক বড়, যা অতিমারিতে অনেক কম ক্ষতির মুখে পড়েছে। অন্য দেশগুলোর সঙ্গে তুলনামূলক দূর্বল বাণিজ্য যোগাযোগ। যা মহামারির সময় বাংলাদেশকে অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকতে সহায়তা করেছে।

[৬] এসকেপ আরও জানায়, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফিতি হবে মাঝারি গতিতে বা ৫.৯ শতাংশ। বিগত বছর এটি ছিলো ৫.৬ শতাংশ।

[৭] এসকেপের মতে, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। আর পাকিস্তানের মাত্র দেড় শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়