শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ইউপি প্যানেল চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আঃ গনি মন্ডলকে (৫৫) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

[৩] দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বেলা ১ টা ৪০ মিনিটে শতশত বিক্ষুব্ধ জনতা ও গনি মন্ডলের স্বজনেরা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

[৪] এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।এদিকে খবর পেয়ে একদল পুলিশসহ ঘটনাস্হলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর।

[৫] তিনি তার বক্তব্যে আ. গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এরপর ২০ মিনিট পর বেলা ২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

[৬] তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেন ভাইস চেয়ারম্যানসহ স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ১০ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে।

[৭] সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

[৮] এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়