শিরোনাম
◈ জনসভার আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান ◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়ালন্দে দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান গুলিবিদ্ধ

কামাল হোসেন: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল নিজ বাড়ির সামনে থেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে  ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্তক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন পরিষদের গেটের পাশে দোকান থেকে চা খেয়ে বাড়ির ফেরার পথে মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা অতর্কিত ভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করে, গুলিটি পেটের একপাশে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ জানান, পেটের বাম পাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে। আর কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ও ভেতরে কোন গুলি রয়েছে কিনা সেজন্য উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়