শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুয়েজ খাল থেকে এভার গিভেনকে সরাতে বড় ভূমিকায় ছিলো প্রকৃতি

সুমাইয়া ঐশী: [২] প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খালে আটকে থাকা বিশালাকার জাহাজটিকে অবশেষে অপসারণ সম্ভব হয় সোমবার। উদ্ধারকারী দলের কঠোর পরিশ্রম ছাড়াও এই সাফল্যের ভাগীদার প্রকৃতিও, বিশেষ করে চাঁদ। সিএনএন

[৩] রোববার ছিলো ভরা পূর্ণিমা। এ সময় চাঁদ পৃথিবীর অত্যন্ত কাছে চলে আসে। এরফলে সোমবার স্বাভাবিকের চেয়েও খালে ১৮ ইঞ্চি বা ৪৬ সেন্টিমিটার বেশি উচ্চতার জোয়ার তৈরি হয়। এ কারণেই জাহাজটিকে ফের ভাসিয়ে নিয়ে সঠিক স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। অন্যথায়, এই জাহাজকে ভাসিয়ে নিতেও ব্যাপক বেগ পেতে হতো উদ্ধারকারী দলের।

[৪] বছরে ১২-১৩টি ভরা পূর্ণিমার দেখা মেলে। এরমধ্যে মাত্র ছয় থেকে আটটি পূর্ণিমা এমন উঁচু জোয়ার তৈরিতে সক্ষম। এসব পূর্ণিমায় চাঁদের আকার অত্যন্ত বড় হওয়ায় এগুলোকে বলা হয় ‘সুপারমুন’। মার্চের এই চাঁদটিই ছিলো চলতি বছরের প্রথম সুপারমুন এবং আশা করা হচ্ছে, ২০২১ সালের সবচেয়ে বড় পূর্ণিমার চাঁদগুলোর মধ্যে রোববারের চাঁদটি চতুর্থতম।

[৫] কঠোর চেষ্টা ও ভাগ্যকে সহায় করে সোমবার এভার গিভেন কন্টেইনার জাহাজটিকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে এখন বড় চ্যালেঞ্জ হলো, জাহাজ আটকে যাওয়ার ফলে খালে সৃষ্ট যানজট নিরসন করা।

[৬] নাসার প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, খালে প্রায় এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটিই এখন মূল চিন্তার বিষয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়