শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালে বৈশ্বিক বনাঞ্চল উজাড়ের পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে

লিহান লিমা: [২] মহামারীর মধ্যেও গত বছর বিশ্বজুড়ে বনাঞ্চল উজাড় ২০১৯ সালের চেয়ে ১২শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফরেস্ট ওয়াচ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বছর ৪২ লাখ হেক্টর বনাঞ্চল হ্রাস পেয়েছে। যা কি না ২৬০ কোটি মেট্রিক ডন পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ জনিত দূষণ প্রতিরোধ করতো বা ৫৭ কোটি গাড়ি থেকে নিঃসৃত দূষণ প্রতিরোধে সক্ষম ছিলো। দ্য গার্ডিয়ান

[৩]প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ২০০২ সালের পর ২০২০ সালেই তৃতীয় সর্বোচ্চ বছর হিসেবে বনাঞ্চল উজাড় হয়েছে। বনাঞ্চল উজাড়ের কারণগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ও সাইবেরিয়ায় দাবানল, কৃষিজমির জন্য বন উজাড়, তাপদাহ ও খরার মতো প্রাকৃতিক কারন।

[৪] গত বছর ব্রাজিলে ২৫শতাংশ গাছ উজাড় হয়েছে। দেশটিতে ১৭ লাখ হেক্টর পরিমাণ জমির গাছ উজাড় হয়েছে। যা দ্বিতীয় সর্বোচ্চ গাছ উজাড় হওয়া দেশ কঙ্গোর তিনগুণ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অতিবৃষ্টি অরণ্যের দেশ ইন্দোনেশিয়া বন উজাড়ের তালিকায় তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে। দেশটিতে গত বছর ২ লাখ ৭০ হাজার হেক্টর জমির বন উজাড় হয়েছে।

[৫] প্রতিবেদনে এই বিপুল পরিমাণ ক্ষতিকে ‘জলবায়ুর জরুরি অবস্থা’ উল্লেখ করে বলা হয়, এটি জীববৈচিত্র সংকট, মানবিক সংকট সৃষ্টি করা ছাড়াও বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি ডেকে আনবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়