শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রম অধিদপ্তরের জমি কি অবস্থায় আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এই সুপারিশ করা হয।

[৩] বুধবার কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শাজাহান খান, শামসুন নাহার এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে জানুয়ারি ২০১৯ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত শ্রম অধিদপ্তরের আওতাধীন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের নিমিত্ত কতগুলো আবেদন জমা হয় এবং কতগুলো আবেদন রেজিস্ট্রেশনের জন্য অনুমোদিত হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

[৫] বৈঠকে শ্রমিকদের বকেয়া পাওনাদির বিষয়ে শ্রমিকদের পক্ষে রায় হওয়া মামলাগুলো বার বার উচ্চ আদালতে না গিয়ে বা রিট না করে তাদের পাওনা পরিশোধে সহযোগিতা করায় বৈঠকে বিজিএমসির চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি কমিটি সুপারিশ করে।

[৬] বৈঠকে জানুয়ারি ২০১৯ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য কতগুলো আবেদন জমা হয়। কতগুলো আবেদন গৃহীত হয়েছে এবং কতগুলো আবেদন নামঞ্জুর করা হয় তাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারসহ একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়