ইসমাঈল ইমু: [২] বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শাহ আলম সরকার লিখিত বক্তব্যে জানান, জমি দখল করায় স্থানীয় মামলাবাজ হাজী শাজাহান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এর জের ধরে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
[৩] সর্বশেষ গত ২৩ মার্চ মিলন হাওলাদার নামে এক বুদ্ধি প্রতিবন্ধি হত্যাকাণ্ডের শিকার হয়। ওই ঘটনায় সিরাজদিখান থানায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঢাকায় অবস্থান করা খোরশেদ আলম সরকারকে ১৭ নম্বর আসামি করা হয়। একই সাথে তার পরিবারের আরো ৪ সদস্যকেও আসামি বানানো হয়।
[৪] তিনি আরো জানান, হাজী শাহজাহান তার লোকজন দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার মদদে বিল্লাল ও আওলাদের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য অব্যাহত রয়েছে। তার ইশারায় হাজী বিল্লাল তার আপন শ্যালক মিলনকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসাতে উদ্দেশ্য প্রণোদিত মামলার আসামি করা হয়েছে। তদন্ত সংস্থা যদি সুষ্ঠু তদন্ত করে তাহলে মিলন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে জানান তিনি।