শিরোনাম
◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে দ্বিতীয় স্থানে থাকবে বাংলাদেশ, ৩.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

লিহান লিমা: [২] বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২১: সাউথ এশিয়া ভ্যাকসিনেটস’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকবে মালদ্বীপ, দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংকওয়েব, দ্য হিন্দু, ব্লুমবার্গ

[৩] এই প্রতিবেদনে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে গত জানুয়ারিতে এক প্রতিবেদনে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রকৃতি বিশ্লেষণ করে পূর্বাভাস বাড়িয়েছে বিশ্বব্যাংক।

[৪] তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, প্রবাসী আয় ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বাড়লেও অর্থনীতিতে এখনো ব্যাপক অনিশ্চয়তা আছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার বলেন, ‘বাংলাদেশের বিপদ এখনো কাটেনি। কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনা সংক্রমিতের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন।’

[৫] প্রতিবেদনে বলা হয়, ২০২১ ও ২০২২ সালের মধ্যে দেশের প্রায় ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা প্রদান করতে হলে ৪৪ থেকে ১৮৮ কোটি ডলার লাগবে। আর সেটি সম্ভব হলে নতুন অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ । তারপরের ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। আর চলতি অর্থবছর শেষে অতি দারিদ্র্যের হার হতে পারে ১৭ দশমিক ২ শতাংশ ।

[৬] অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হওয়ায় ২০২১ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড়ে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এর পরের বছর প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ।

[৭] চলতি বছর ভারতে ১০ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। গত অর্থবছরে দেশটির জিডিপি ৮ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। এ মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ১৭ দশমিক ১ শতাংশ, গত বছর দেশটির জিডিপি হ্রাস পেয়েছিলো ৩৮ শতাংশের বেশি। এ ছাড়া পাকিস্তান ১ দশমিক ৩ শতাংশ, নেপাল ২ দশমিক ৭ শতাংশ, আফগানিস্তান ১ শতাংশ ও শ্রীলঙ্কা ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আর ভুটানের জিডিপি ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়