শিরোনাম
◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমির-হাঙরের রুদ্ধশ্বাস লড়াই

ডেস্ক রিপোর্ট: ফটোগ্রাফি অনেক ধরনের দেখেছেন। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে একেবারে নতুন সংযোজন করলেন ৪৬ বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার। মার্ক জিম্বিকি নামের ওই ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ল, একটি বিশাল কুমির কী ভাবে হাঙর শিকার করে! মার্ক জিম্বিকি অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের বাসিন্দা। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলে সফর করেন, সেই সময়ে কিছু ছবি তিনি ক্লিক করেন। নিউজ ১৮

ছবিতে দেখা যায় একটি কুমির ৪৫ কেজির একটি বাচ্চা হাঙরকে তার চোয়াল দিয়ে চেপে ধরেছে। কুমিরের শক্তিশালী চোয়ালে আটকে যাওয়ার কারণে নিজেকে বাঁচাতে পারেনি হাঙরটি।

মার্ক বলেন এই দু'টি শিকার প্রাণীর সাক্ষাৎ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। সেটা হল সেন্ট লুসিয়ার মোহনায় অত্যধিক বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকায় নোনা জল এবং মিঠা জল মিশে যায়, সেই কারণে লবণাক্ত জলের প্রাণী উপকূলে চলে আসে।

তিনি বলেন, মাত্র ৬০ ফুট দূরে তিনি দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে ক্যানন ৫ডি এসএলআর ৩০০ এমএম লেন্সের সাহায্যে এই দৃশ্যটি তিনি ক্যামেরাবন্দি করেন।

ল্যাডবাইবেলকে তিনি বলেন, ওই মুহূর্তের ছবি তুলবার জন্য তিনি কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। তিনি আরো বলেন যে ছবি তোলার সময় দু'টি প্রাণীর আকারের গরমিল ছিল।

এই বিরল দৃশ্যের কথা তিনি স্মরণ করতে গিয়ে বলেন, তার প্রায় ১০০ ফুট দূরে আরো একটি কুমিরের ছবি তিনি তুলছিলেন। ওই সময়ে স্থানীয় কিছু বাসিন্দারা চিৎকার করে ওঠে যে আরেকটি কুমির একটি হাঙরকে ধরেছে। তিনি ঘুরে দেখেন, কুমিরটি ওই হাঙরটিকে তার চোয়াল দিয়ে চেপে ধরেছে। কুমিরটি হাঙরটিকে ১০ মিনিট ধরে তার চোয়ালে চেপে ধরেছিল। হাঙরের মাথাটি সে গেলার চেষ্টা করছিল। কারণ কুমিরটি এটা করতে পারলে হাঙরের নড়াচড়া কমে যাবে।

নীল নদের বিপুল প্রাণী সম্পদের মধ্যে কুমির এমন একটি প্রাণী যার কামড় ভীষণ শক্তিশালী। যা গ্রেট হোয়াইট শার্কের চেয়ে আটগুণ বেশি শক্তিশালী।

ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে যে নীল নদের কুমিরের ওজন হতে পারে প্রায় ৭৮৪ কেজি এবং আকারে ৬ ফুট মানুষের সমান হতে পারে। ভয়ানক ম্যানইটার কুমিরের গড় ওজন হতে পারে প্রায় ২২৬ কেজি। সাইটে লেখা আছে যে প্রতি বছর প্রায় ২০০ মানুষের মৃত্যু হয় নীল নদের কুমিরের আক্রমণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়