শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাই ছাড় পেলেও আরসিবিতে যোগ দিয়ে কোহলিকে কোয়ারান্টাইনে থাকতে হবে

স্পোর্টস ডেস্ক : [২] চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে ব্যাঙ্গালোর।

[৩] নিজ নিজ আইপিএল দলের সঙ্গে যোগ দেওয়ার পর টিম ইন্ডিয়ার বায়ো বাবলে থাকা কোনও ক্রিকেটারকেই সাত দিনের বাধ্যতামূূলক কোয়ারান্টাইনে থাকতে হবে না। ব্যতিক্রম শুধু ক্যাপ্টেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেওয়ার পর ভারত অধিনায়ককে বিসিসিআইয়ের করোনা প্রোটোকল অনুযায়ী টিম হোটেলে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে।

[৪] কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পরেই বাকি ক্রিকেটাররা সরাসরি আইপিএলের বায়ো বাবলে ঢুকে পড়লেও কোহলি যোগ দেননি আরসিবি শিবিরে। তিনি ১ এপ্রিল চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সূত্র মারফৎ এমনটাই জানতে পেরেছে সংবাদ সংস্থা এএনআই।

[৫] রোববার (২৮ মার্চ) ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর সোমবার কোহলি পুণের বায়ো বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ফলে আইপিএলের বায়ো বাবলে ঢুকতে হলে তাকে বোর্ডের নিয়ম অনুয়ায়ী ৭ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে।

[৬] সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, কোহলি ১ এপ্রিল চেন্নাইয়ে আরসিবি শিবিরে যোগ দেবেন। তারপর তিনি সাত দিন কোয়ারান্টাইনে থাকবেন। আইপিএলের জন্য বিসিসিআই কড়া করোনা প্রোটোকল জারি করেছে। একমাত্র ভারত-ইংল্যান্ড সিরিজের বায়ো বাবলে থাকা ক্রিকেটাররা সরাসরি আইপিএলের বায়ো বাবলে ঢুকে পড়লে তাদের কোয়ারান্টাইনে থাকতে হবে না। বাকি প্রত্যেককে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। এই সময়ের মধ্যে প্রত্যেকের একাধিকবার করোনা টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তার পরেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। - এএনআই/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়