ফরিদ আলম: বাংলাদেশের অনেকেই এখন যে কোনো বিষয় নিয়েই আমেরিকা বা ইউরোপের সাথে তুলনা করেন। সেজন্যই বিষয়টি তুলে ধরতে ইচ্ছে হলো। এ মাসের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্ক থেকে আমরা তিনজন সাংবাদিক একজন বিশেষ ব্যক্তির আমন্ত্রণে গিয়েছিলাম ওয়াশিংটন ডিসিতে।
হোয়াইট হাউজ গিফস শপে ঢুকে দেখলাম যুক্তরাষ্টের সাবেক-বর্তমান প্রায় সব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ছবিসহ পায়ের মোজা বিক্রি হচ্ছে । তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের জাতির পিতাও। যুক্তরাষ্টের পতাকা আঁকা জুতাও বিক্রি হচ্ছে । বাংলাদেশে কারো ছবি দিয়ে কি এমন মোজা বানানো বা ব্যবহার করা যাবে ? ফেসবুক