শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে ভয়ংকর ট্যাকেলের শিকার পেদ্রি, দুশ্চিন্তায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লা লিগায় চলতি বছরটা অসাধারণ ছন্দে কাটাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইউরোপের একমাত্র দল যারা এ বছর লিগে কোনো ম্যাচ হারেনি। আর এর মূল কৃতিত্ব অধিনায়ক লিওনেল মেসির হলেও দারুণ অবদান রয়েছে তরুণ পেদ্রি গনজালেসের।

মেসির সঙ্গে রসায়নটা জমে উঠেছে এ তরুণের। যে কারণে দলও খেলছে দুর্দান্ত। কিন্তু হঠাৎই কপালে ভাঁজ পড়েছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের। কারণ আগের দিন জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভয়ঙ্কর এক ট্যাকেলের শিকার হয়েছেন এ তরুণ। রোববার রাতে বি’ গ্রুপের ম্যাচে জর্জিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। প্রথমার্ধের শেষদিকে কেভিচা কাভারাৎস্কেলিয়ার লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল শোধ করেন ফেরান তোরেস। তবে জয়সূচক গোল পেতে

অতিথিদের অপেক্ষা করতে হয় একদম শেষ সময় পর্যন্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন দানি ওলমো। আর এ ম্যাচে পুরোটা সময় দারুণ ছন্দে খেলেছেন পেদ্রি।

কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে বল দখলের লড়াইয়ে পেদ্রিকে ভয়ঙ্কর এক ট্যাকেল করেন জর্জিয়ার লেভান শেনগেলিয়া। যে কারণে সরাসরি লাল কার্ড দেখেন এ ডিফেন্ডার। কিন্তু এমন ভয়ঙ্কর ট্যাকেলে ভীতি ছড়িয়েছে বার্সা শিবিরে। তবে আশার খবর পেদ্রির ইনজুরি ততোটা মারাত্মক নয়। ভাগ্যের জোরে বড় ইনজুরিতে পড়া দেখে বেঁচে গিয়েছেন এ তরুণ।

বয়সটা মাত্র ১৮ পেদ্রির। ক্লাবের হয়ে অসাধারণ ফুটবল উপহার দেওয়ার জাতীয় দলে তাকে ডেকেছেন কোচ লুইস এনরিকে। কোচের আস্থার প্রতিদানও দিচ্ছেন। কিন্তু এ বয়সে দুরূহ ইনজুরির ঝুঁকিটা থাকে বেশি। এমনিতেই দলের আরেক তরুণ আনসু ফাতি ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্যই। পেদ্রিকে হাতছাড়া করলে নিঃসন্দেহে বড় ক্ষতি হয়ে যাবে দলটির। তাই জাতীয় দলে এ তরুণের খেলা নিয়ে ভাবাচ্ছে ক্লাবটিকে। - ডেইলিস্টার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়