তাহমীদ রহমান: [২] ঐ নারী সাংবাদিকের নাম প্যাট্রিসিয়া কাম্পুস মেলো। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এক বক্তব্যে বোলসোনারো ইঙ্গিত দিয়ে বলেছিলেন, তার বিরুদ্ধে খবর বের করতে একজন সোর্সকে অশালিন প্রস্তাব দিয়েছিলেন কাম্পুস মেলো। এতে ঐ বছরই বোলসোনারোর বিরুদ্ধে মানহানির মামলা করেন কাম্পুস মেলো। বিবিসি
[৩] শনিবার আদালতের রায়ে বলা হয়, বোলসোনারোর বক্তব্য ওই নারী সাংবাদিকের সম্মানে আঘাত হেনেছে। যে কারণে ব্রাজিলের প্রেসিডেন্টকে সাড়ে তিন হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বোলসোনারো চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
[৪] এই রায়ের পর এক টুইটে কাম্পুস মেলো বলেন, এই রায় আমাদের নারীদের বিজয়।
[৫] দ্য জার্নালিস্টস এগেইনস্ট হ্যারাসমেন্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়, এই রায় ব্রাজিলের নারী রিপোর্টার এবং পেশাগত সাংবাদিকতার জন্য অসাধারণ একটি দিন হয়ে থাকবে।
[৬] ২০১৯ সালের জানুয়ারিতে ব্রাজিলের ক্ষমতায় আসা বোলসোনারোর সঙ্গে সাংবাদিকদের বনিবনা কখনোই ছিল না। তিনি বরাবরই সাংবাদিকদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এসেছেন।