শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের তাড়াশে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঔষধ সরবরাহকারী কার্ভাডভ্যান চাপায় তোহা হোসেন (৭) নামের এক শিশু ও কামারখন্দে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গিয়ে জহুরুল ইসলাম (২৩) নামের এক চালক নিহত হয়েছে।

[৩] সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাড়সড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তোহা নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। এর আগে রোববার (২৮ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট বঙ্গমাতাশেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চালক জহুরুল ইসলাম (২৩) কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

[৪] হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঔষধ সরবরাহকারী কার্ভাডভ্যান চাপায় তোহা হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়। এ সময় দ্রতগামী একটি ঔষধ পরিবহনের কার্ভাডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু তোহা মারা যায়।

[৫] অপর দিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ব্যাটারী চালিত অটোভ্যানে বালু বোঝাই করে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। তিনি কর্ণ কয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি উল্টে তার নীচেই চাপা পড়েন জহুরুল। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়