শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হেফাজতে ইসলামের অর্ধ বেলা হরতাল পালিত

হাবিবুর রহমান: [২] সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কসহ অন্যান্য সড়কগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের বিপক্ষে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের চৌরাস্তা, রাজাবাজার, লালমিয়ার মোড়, বোর্ড বাজার, গোজাখালিকান্দা বাজারসহ অন্যান্য স্থানগুলোতে হেফাজতে ইসলামের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত করেছে।

[৪] বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ও খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা সভাপতি মাও জিয়া উদ্দিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে জনদুর্ভোগের কথা বললে সার্বিক দিক বিবেচনা করে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৫] পূর্বধলা ইত্তেফাদুল মাদারিসিল আরাবিয়ার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশারফ হোসেন খান জানান, শাইখে জিয়া উদ্দিন সাহেবের নির্দেশনায় অর্ধ বেলা হরতাল পালন শেষে বিশেষ মোনাজাত করে দিনব্যাপী হরতাল স্থগিত ঘোষণা করা হয়।

[৬] উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের কর্মীরা নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল কর্মসূচী পালন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়