শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হেফাজতে ইসলামের অর্ধ বেলা হরতাল পালিত

হাবিবুর রহমান: [২] সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কসহ অন্যান্য সড়কগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের বিপক্ষে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের চৌরাস্তা, রাজাবাজার, লালমিয়ার মোড়, বোর্ড বাজার, গোজাখালিকান্দা বাজারসহ অন্যান্য স্থানগুলোতে হেফাজতে ইসলামের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত করেছে।

[৪] বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ও খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা সভাপতি মাও জিয়া উদ্দিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে জনদুর্ভোগের কথা বললে সার্বিক দিক বিবেচনা করে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৫] পূর্বধলা ইত্তেফাদুল মাদারিসিল আরাবিয়ার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশারফ হোসেন খান জানান, শাইখে জিয়া উদ্দিন সাহেবের নির্দেশনায় অর্ধ বেলা হরতাল পালন শেষে বিশেষ মোনাজাত করে দিনব্যাপী হরতাল স্থগিত ঘোষণা করা হয়।

[৬] উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের কর্মীরা নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল কর্মসূচী পালন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়