শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হেফাজতে ইসলামের অর্ধ বেলা হরতাল পালিত

হাবিবুর রহমান: [২] সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কসহ অন্যান্য সড়কগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের বিপক্ষে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের চৌরাস্তা, রাজাবাজার, লালমিয়ার মোড়, বোর্ড বাজার, গোজাখালিকান্দা বাজারসহ অন্যান্য স্থানগুলোতে হেফাজতে ইসলামের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত করেছে।

[৪] বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ও খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা সভাপতি মাও জিয়া উদ্দিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে জনদুর্ভোগের কথা বললে সার্বিক দিক বিবেচনা করে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৫] পূর্বধলা ইত্তেফাদুল মাদারিসিল আরাবিয়ার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশারফ হোসেন খান জানান, শাইখে জিয়া উদ্দিন সাহেবের নির্দেশনায় অর্ধ বেলা হরতাল পালন শেষে বিশেষ মোনাজাত করে দিনব্যাপী হরতাল স্থগিত ঘোষণা করা হয়।

[৬] উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের কর্মীরা নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল কর্মসূচী পালন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়