শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হেফাজতে ইসলামের অর্ধ বেলা হরতাল পালিত

হাবিবুর রহমান: [২] সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কসহ অন্যান্য সড়কগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের বিপক্ষে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের চৌরাস্তা, রাজাবাজার, লালমিয়ার মোড়, বোর্ড বাজার, গোজাখালিকান্দা বাজারসহ অন্যান্য স্থানগুলোতে হেফাজতে ইসলামের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত করেছে।

[৪] বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ও খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা সভাপতি মাও জিয়া উদ্দিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে জনদুর্ভোগের কথা বললে সার্বিক দিক বিবেচনা করে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৫] পূর্বধলা ইত্তেফাদুল মাদারিসিল আরাবিয়ার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশারফ হোসেন খান জানান, শাইখে জিয়া উদ্দিন সাহেবের নির্দেশনায় অর্ধ বেলা হরতাল পালন শেষে বিশেষ মোনাজাত করে দিনব্যাপী হরতাল স্থগিত ঘোষণা করা হয়।

[৬] উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের কর্মীরা নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল কর্মসূচী পালন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়