শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হেফাজতে ইসলামের অর্ধ বেলা হরতাল পালিত

হাবিবুর রহমান: [২] সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কসহ অন্যান্য সড়কগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের বিপক্ষে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের চৌরাস্তা, রাজাবাজার, লালমিয়ার মোড়, বোর্ড বাজার, গোজাখালিকান্দা বাজারসহ অন্যান্য স্থানগুলোতে হেফাজতে ইসলামের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত করেছে।

[৪] বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ও খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা সভাপতি মাও জিয়া উদ্দিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে জনদুর্ভোগের কথা বললে সার্বিক দিক বিবেচনা করে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৫] পূর্বধলা ইত্তেফাদুল মাদারিসিল আরাবিয়ার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশারফ হোসেন খান জানান, শাইখে জিয়া উদ্দিন সাহেবের নির্দেশনায় অর্ধ বেলা হরতাল পালন শেষে বিশেষ মোনাজাত করে দিনব্যাপী হরতাল স্থগিত ঘোষণা করা হয়।

[৬] উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের কর্মীরা নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল কর্মসূচী পালন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়