শিরোনাম
◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় ডিবি পুলিশের হাতে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ জেলার ৪ শীর্ষ মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি: [২] জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০হাজার ৬’শ ইয়াবাসহ আসলাম হোসেন(৪৬), তরিকুল বিশ্বাস(৩৮), আশরাফুল আলম(২২) ও নাছিম রেজা (৩০) নামের ৪জন জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

[৩] আটককৃতরা হলো, পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে আসলাম হোসেন ওরফে আসলাম হুজুর, যশোর জেলার মাহমুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম বিশ্বাস, কুষ্টিয়ার কুমারখালী এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল আলম ও একই এলাকার মৃত হাবিব প্রামানিকের ছেলে নাছিম রেজা।

[৪] রোববার ভোরে আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌ-পথে ফেরী পার হওয়ার সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়। পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

[৫] পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌ-পথে ফেরী পার হওয়া একটি প্রাইভেট কারে তল্লাশী চালায়। এসময় ওই কার থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মওলানা ছব্দবেশী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হোসেন ওরফে আসলাম হুজুরকে আটক করা হয়।

[৬] পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তাদের নিজেস্ব পরিবহন যোগে নিয়ে এসে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে এই ইয়াবা বিক্রি করে থাকে। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ তার নামে প্রায় ৮টি মামলা রয়েছে।

[৭] এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মাদক বহনকারী একটি কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়