শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় ডিবি পুলিশের হাতে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ জেলার ৪ শীর্ষ মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি: [২] জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০হাজার ৬’শ ইয়াবাসহ আসলাম হোসেন(৪৬), তরিকুল বিশ্বাস(৩৮), আশরাফুল আলম(২২) ও নাছিম রেজা (৩০) নামের ৪জন জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

[৩] আটককৃতরা হলো, পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে আসলাম হোসেন ওরফে আসলাম হুজুর, যশোর জেলার মাহমুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম বিশ্বাস, কুষ্টিয়ার কুমারখালী এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল আলম ও একই এলাকার মৃত হাবিব প্রামানিকের ছেলে নাছিম রেজা।

[৪] রোববার ভোরে আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌ-পথে ফেরী পার হওয়ার সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়। পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

[৫] পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌ-পথে ফেরী পার হওয়া একটি প্রাইভেট কারে তল্লাশী চালায়। এসময় ওই কার থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মওলানা ছব্দবেশী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হোসেন ওরফে আসলাম হুজুরকে আটক করা হয়।

[৬] পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তাদের নিজেস্ব পরিবহন যোগে নিয়ে এসে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে এই ইয়াবা বিক্রি করে থাকে। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ তার নামে প্রায় ৮টি মামলা রয়েছে।

[৭] এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মাদক বহনকারী একটি কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়