শরীফ শাওন: [২] করোনা থেকে সুরক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ের এসকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বন্ধকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
[৩] রোববার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থানের আহ্বান জানানো হয়। অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
[৪] নির্দেশনায় বলা হয়, বাসায় অবস্থানকালে শিক্ষার্থীরা যেন নিজ পাঠ্য অধ্যায়ন করে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা অভিভাবকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যবিভাগের সকল নির্দেশনা-অনুশাষন মেনে চলবেন।