শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিট উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] রোববার বেলা ১২ টায় মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আফম রুহুল হক।

[৩] এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

[৪] মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়েত, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সনজয় কুমার সরকার, ডা. কাজী আরিফ, শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান, কার্ডিওলজি ডা. সুমন প্রমুখ।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে জরুরি বিভাগ, এরপর পিসিআর ল্যাব ও সর্বশেষ করোনারী কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়েছে। তারা এ সময়, মেডিকেল কলেজ হাসপাতালটি এখন থেকে পূর্ণাঙ্গরুপে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে আশাবাদ ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়