রাহুল রাজ: [২]তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। আর এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়লো বাংলাদেশ। ৪২৭ ম্যাচ পর এই ম্যাচে একসাথে খেলেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
[৩]২০০৬ সালের ৪ আগস্টের পর এই প্রথম তিন তারকা ক্রিকেটারকে ছাড়াই বাইশ গজে নেমেছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছরে তিন জনের হাত ধরেই বাংলাদেশ অনেক সাফল্যের দেখা পেয়েছে। তবে আজ তাদের ছাড়া কিউইদের বিপক্ষে মাঠে নামতে হয়ছিল বাংলাদেশকে।
[৪]এতে তরুণদের সামনে সুযোগ হলেও কিউইদের মাটিতে হারের বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ব্যাক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই বাংলাদেশে ফিরে যান তামিম ইকবাল। তবে টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম থাকলেও কাঁধের ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি তিনি।
[৫]এছাড়া নিউজিল্যান্ড সফর থেকেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। যার কারণে সাকিব বিহীন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন অল্প ক’দিন আগেই। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলার সময় পুত্র সন্তানের বাবা হওয়া সাকিব আগে থেকে ছুটি নিয়েছিলেন। -ক্রিকবাজ