শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় যুবদলের পথসভা পুলিশের লাঠিচার্জ আহত ৩

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার ধুনটে হেফাজতের হরতালে সমর্থন দিয়ে যুবদল আয়োজিত পথসভায় পুলিশ লাঠিচার্জ করে পণ্ড করে দিয়েছে। এ ঘটনায় যুবদলের তিন নেতা আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় আর সেই হরতালের সমর্থন দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জামায়াত নেতা ইকরামুল হক, যুবদল নেতা রতন, আব্দুল হামিদ ও ছাত্রদল নেতা বিপ্লব হোসেন। খবর পেয়ে পুলিশ পথসভায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

[৪] এসময় পুলিশের লাঠিচার্জে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জল (৪২), যুবদল নেতা ইয়াকুব আলী (৩৮) ও উজ্জল হোসেন (৩৫) আহত হন।

[৫] উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান উজ্জল এ প্রতিবেদক-বলেন, হরতালের সমর্থন দিয়ে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে পথসভা আয়োজন করি। নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে পুলিশ লাঠিচার্জ করে পথসভা ভন্ডুল করে দেয়। এসময় যুবদলের তিন নেতা আহত হয়েছেন।

[৬] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-বলেন, হরতালের সমর্থনে স্থানীয় নেতৃবৃন্দ পথসভার চেষ্টা করে। এসময় তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়