ওয়ালিউল্লাহ সিরাজ: [২] জাতিসংঘের মানবিক বিষয় সম্পর্কিত সমন্বয় সংস্থা জানায়, গত দোসরা মার্চ থেকে ১৫ মার্চ ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অঞ্চলের ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে। এসব এলাকা তারা নিজেদের দখলে নিয়ে গেছে। মিডল ইস্ট মনিটর, আল-আরাবিয়া
[৩] ওসিএইচএ জানায়, এসব বাড়ি ধ্বংসের মাধ্যমে ২৪ জন শিশু ও ৪২ জন নাগরিক আশ্রয়হীন হয়ে পড়েছে।
[৪] ওসিএইচএ আরো জানায়, নাবলুস এলাকার আইন শিবলী গ্রামে দুটি ভবন ধ্বংস করে ইসরায়েল। এতে ১৭ জন মানুষ গৃহহীন হয়ে পড়ে।
[৫] গত মাসের শেষে আল-আকসা মসজিদের মুয়াজ্জিনের বাড়ি ধ্বংস করে দেয় ইসরাইয়েলে সেনারা। সম্পাদনা: রাশিদ