আনিস আলমগীর: দুই দেশের ঐতিহাসিক বন্ধন ভালোভাবে তাতে তুলে ধরা হয়েছে। ক'দিন আগে তিনি পশ্চিমবঙ্গে এসে বাংলায় বক্তৃতা দিলেন। আমাদের এখানে বাংলায় দিলেন না কেন এটা নিয়েও কারো কারো প্রশ্ন আছে। আমার মতে ভালোই হয়েছে তিনি এখানে বাংলায় বক্তৃতা দেননি বরং দু-চারটি বাংলা বাক্য ব্যবহার করে শ্রোতাদের মন জয় করেছেন।
পশ্চিমবাংলার বক্তৃতায় তিনি বাংলাকে যেভাবে 'চমৎকার' করেছেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হচ্ছে। এখানে বাংলায় বক্তৃতা দিলে বাংলা ভাষাকে 'চমৎকার' করার অভিযোগ উঠতো। আমি নিজেও টুটাফাটা হিন্দি-উর্দু বলতে পারি। কিন্তু তাদের জবানকে বলাৎকার করা হবে বলে হিন্দি এবং উর্দুভাষীদের সামনে ফর্মালি বলতে যাই না।