রিয়াজুর রহমান : [২] নগরের দেওয়ানহাটের মিঠাগলির মোড় ও আগ্রাবাদে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- জালাল আহম্মেদ জাবেদ (২৫), সাফায়েত হোসেন ইমন (২০), মো. রিফাত (১৯) ও রমজান আলী লাবু (১৯)।
[৪] শনিবার (২৭ মার্চ) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে ছিনতাই করতে আসা আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য জালালকে একটি ছোরাসহ গ্রেফতার করা হয়। জালাল দেশের বিভিন্ন জেলায় ঘুরে ছিনতাই করে। ছিনতাইয়ের প্রস্তুতিকালে আরও তিনজন ছিনতাইকারীকে দুইটি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সম্পাদনা: সাদেক আলী