শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়: কোচ সাজুরাম গয়াত

মাহিন সরকার: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের প্রধান কোচ সাজুরাম গয়াত। আজ শনিবার তিনি বলেন, আমরা শিরোপা জিততে চাই। প্রত্যাশিত স্বর্ণপদকটি পেতে চাই। আমাদের দলটি খুবই ব্যালেন্সড। শিরোপা জয়ের সেই আত্মবিশ্বাস আমাদের রয়েছে।

বাংলাদেশের এই ভারতীয় কোচ সাজুরাম গয়াত টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো সর্ম্পকে বলেন, কেনিয়া নতুন। তারা ধীরে ধীরে উন্নতি করেছে। নেপাল ও শ্রীলঙ্কা বেশ ভাল দল। তবে পোল্যান্ড নতুন। তাদের দলের ক’জন ভারতে প্রো-কাবাডি খেলে থাকে। তারপরও আমাদের জন্য তারা কোন হুমকি নয়। কারণ আমাদের দলে রয়েছে জিয়াউর রহমান ও আরদুজ্জামান মুন্সির মতো ভালমানের খেলোয়াড়। এছাড়া তিনজন নতুন প্লেয়ার রয়েছেন। যারা প্রথমবার জাতীয় দলে খেলতে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের লক্ষ্য পরবর্তী এশিয়ান গেমস (২০২২ সালে চীনের হ্যাংঝু)। আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক পুনরুদ্ধার করা। সেই জন্যই আমাদের সিনিয়র দল, জুনিয়র দল ও নারী দলকে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান দলটির ৮০ ভাগ সিনিয়র।

এদিকে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার দলের প্রস্তুতি সর্ম্পকে জানান, আমাদের ভারতীয় কোচ সাজুরাম গয়াত অনেক ভাল অনুশীলন করিয়েছেন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট খুবই সুন্দর একটি উদ্যোগ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ আয়োজনে আমরা বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। শিরোপা জয় করতে চাই। তিনি জানান, প্রধান কোচ সাজুরাম গয়াতের সাথে আমাদের স্থানীয় আরও চারজন কোচ আমাদের প্রস্তুত করেছেন।

তুহিন তরফদার জানান, ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে হারিয়েছি স্বাগতিক নেপালকে। এছাড়া ২০১৬ সালে বিশ্বকাপে পোল্যান্ডের সাথে আমাদের দেখা হয়েছিল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। কাজেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ভাল কিছু করার প্রত্যয় নিয়েই আমরা খেলতে নামব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়