শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালেও চলবে বাস-মিনিবাস

আনিস তপন: [২] রোববার হেফাজতে ইসলাম সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও রাজধানীসহ আন্ত:জেলা বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

[৩] শনিবার মতিঝিল কার্যালয়ে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

[৪] তিনি বলেন, একদিন পরিবহন চলাচল বন্ধ থাকার অর্থই হচ্ছে বেশ কিছু পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এটা একটা অযৌক্তিক হরতাল। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। পরিবহন মালিক সমিতি রোববার তাদের যানবাহন চালাবে। এনায়েত উল্যাহ বলেন, যারা হরতাল ডেকেছে এটা তাদের অধিকার। আর আমরা গাড়ি চালাবো এটা আমাদের অধিকার। তাই আমাদের যান চলাচল স্বাভাবিক থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছি যানবাহনের নিরাপত্তা দেয়ার জন্য। সভায় ঢাকাসহ সারাদেশে যানবাহন চলবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (আজ) হরতালের ডাক দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়