শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালেও চলবে বাস-মিনিবাস

আনিস তপন: [২] রোববার হেফাজতে ইসলাম সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও রাজধানীসহ আন্ত:জেলা বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

[৩] শনিবার মতিঝিল কার্যালয়ে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

[৪] তিনি বলেন, একদিন পরিবহন চলাচল বন্ধ থাকার অর্থই হচ্ছে বেশ কিছু পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এটা একটা অযৌক্তিক হরতাল। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। পরিবহন মালিক সমিতি রোববার তাদের যানবাহন চালাবে। এনায়েত উল্যাহ বলেন, যারা হরতাল ডেকেছে এটা তাদের অধিকার। আর আমরা গাড়ি চালাবো এটা আমাদের অধিকার। তাই আমাদের যান চলাচল স্বাভাবিক থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছি যানবাহনের নিরাপত্তা দেয়ার জন্য। সভায় ঢাকাসহ সারাদেশে যানবাহন চলবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (আজ) হরতালের ডাক দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়