শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালেও চলবে বাস-মিনিবাস

আনিস তপন: [২] রোববার হেফাজতে ইসলাম সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও রাজধানীসহ আন্ত:জেলা বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

[৩] শনিবার মতিঝিল কার্যালয়ে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

[৪] তিনি বলেন, একদিন পরিবহন চলাচল বন্ধ থাকার অর্থই হচ্ছে বেশ কিছু পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এটা একটা অযৌক্তিক হরতাল। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। পরিবহন মালিক সমিতি রোববার তাদের যানবাহন চালাবে। এনায়েত উল্যাহ বলেন, যারা হরতাল ডেকেছে এটা তাদের অধিকার। আর আমরা গাড়ি চালাবো এটা আমাদের অধিকার। তাই আমাদের যান চলাচল স্বাভাবিক থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছি যানবাহনের নিরাপত্তা দেয়ার জন্য। সভায় ঢাকাসহ সারাদেশে যানবাহন চলবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (আজ) হরতালের ডাক দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়