শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালেও চলবে বাস-মিনিবাস

আনিস তপন: [২] রোববার হেফাজতে ইসলাম সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও রাজধানীসহ আন্ত:জেলা বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

[৩] শনিবার মতিঝিল কার্যালয়ে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

[৪] তিনি বলেন, একদিন পরিবহন চলাচল বন্ধ থাকার অর্থই হচ্ছে বেশ কিছু পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এটা একটা অযৌক্তিক হরতাল। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। পরিবহন মালিক সমিতি রোববার তাদের যানবাহন চালাবে। এনায়েত উল্যাহ বলেন, যারা হরতাল ডেকেছে এটা তাদের অধিকার। আর আমরা গাড়ি চালাবো এটা আমাদের অধিকার। তাই আমাদের যান চলাচল স্বাভাবিক থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছি যানবাহনের নিরাপত্তা দেয়ার জন্য। সভায় ঢাকাসহ সারাদেশে যানবাহন চলবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (আজ) হরতালের ডাক দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়