শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালেও চলবে বাস-মিনিবাস

আনিস তপন: [২] রোববার হেফাজতে ইসলাম সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও রাজধানীসহ আন্ত:জেলা বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

[৩] শনিবার মতিঝিল কার্যালয়ে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

[৪] তিনি বলেন, একদিন পরিবহন চলাচল বন্ধ থাকার অর্থই হচ্ছে বেশ কিছু পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এটা একটা অযৌক্তিক হরতাল। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। পরিবহন মালিক সমিতি রোববার তাদের যানবাহন চালাবে। এনায়েত উল্যাহ বলেন, যারা হরতাল ডেকেছে এটা তাদের অধিকার। আর আমরা গাড়ি চালাবো এটা আমাদের অধিকার। তাই আমাদের যান চলাচল স্বাভাবিক থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছি যানবাহনের নিরাপত্তা দেয়ার জন্য। সভায় ঢাকাসহ সারাদেশে যানবাহন চলবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (আজ) হরতালের ডাক দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়