শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট : মোংলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) উপজেলার চিলা ইউনিয়নের গোড়া বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে রোকা হাওলাদারকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করতে থাকে প্রতিপক্ষ ছোবাহান হাওলাদারের লোকজন। এ সময় তার চিকিৎসার শুনে স্ত্রী সেলিনাসহ পরিবারের অন্যরা এগিয়ে আসলে তাদেরসহ রোকাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়ার তাদের উদ্ধার করে মোংলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

আহতরা হলেন- রোকা হওলাদার (৫০), কামরুল (৪৭), সেলিনা বেগম (৪০), হালিম (৩৯), কুলসুম বেগম (৪২)।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ শাহানা মোরশেদ বলেন, বিকেলে মোংলার বাঁশতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্য থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠিয়ে দেয়া হয়েছে। তবে শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মোংলা থানার ডিউটি অফিসার এ এস আই নাসির উদ্দিন জানায়, সন্ধ্যার একটু আগে কয়েকজন লোক বাঁশতলা থেকে থানায় আসলে তাদের দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে এব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেয়া হবে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়