শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কানাডার তিনজন সাবেক প্রধানমন্ত্রী লাইনে দাঁড়িয়ে কোভিডের টিকা নিয়েছেন

শওগাত আলী সাগর: কানাডার তিনজন সাবেক প্রধানমন্ত্রী কোভিডের টিকা নিয়েছেন। অন্য দশ জনসাধারণ মানুষের ভিড়ে তাদের মতোই তারা লাইনে দাঁড়িয়ে থেকেছেন, নিজেদের নাম ডাকার পর গিয়ে নির্দিষ্ট স্বাস্থ্যকর্মীর সামনে গিয়ে হাজির হয়েছেন, টিকা নিয়েছেন। তারা যতোক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন কেউ বুঝতেই পারেনি, তাদের সঙ্গে টিকা নিতে অপেক্ষায় আছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী। টেলিভিশনের ক্যামেরা, রিপোর্টার কেউ ছুটে  যায়নি তাদের ছবি তোলার জন্য, প্রতিক্রিয়া জানার জন্য।

অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন টুইট না করলে কেউ তাদের টিকা নেওয়ার খবর জানতেই পারতো না। টিকা নেওয়ার কেন্দ্রটি যেহেতু সিটি হলে মেয়রকে খোঁজ রাখতেই হয় কারও কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই খোঁজ নিতে গিয়েই তিনি লাইনে দাঁড়ানো পেয়ে যান দেশের সাবেক প্রধানমন্ত্রীকে। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রেচিয়েন এবং জো ক্লার্ক টিকা নিতে গিয়েছিলেন অটোয়া সিটি হলে। আরেক সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি তার আগেই টিকা নিয়েছেন নীরবে। লাইনে দাঁড়িয়ে থাকা দুই সাবেক প্রধানমন্ত্রীকে দেখে তাদের ছবি তোলার অনুমতি চান মেয়র। তবে ছবি তোলা হয় লাইনের নয়, টিকা নেওয়ার। অনুমতি নিয়েই ছবিটি তিনি পোস্ট করেন টুইটারে। টুইটে সিটি মেয়র বলেন, আমাদের নেতারা সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন এটিই হচ্ছে কানাডীয়ান বৈশিষ্ট্য। সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়