শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কানাডার তিনজন সাবেক প্রধানমন্ত্রী লাইনে দাঁড়িয়ে কোভিডের টিকা নিয়েছেন

শওগাত আলী সাগর: কানাডার তিনজন সাবেক প্রধানমন্ত্রী কোভিডের টিকা নিয়েছেন। অন্য দশ জনসাধারণ মানুষের ভিড়ে তাদের মতোই তারা লাইনে দাঁড়িয়ে থেকেছেন, নিজেদের নাম ডাকার পর গিয়ে নির্দিষ্ট স্বাস্থ্যকর্মীর সামনে গিয়ে হাজির হয়েছেন, টিকা নিয়েছেন। তারা যতোক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন কেউ বুঝতেই পারেনি, তাদের সঙ্গে টিকা নিতে অপেক্ষায় আছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী। টেলিভিশনের ক্যামেরা, রিপোর্টার কেউ ছুটে  যায়নি তাদের ছবি তোলার জন্য, প্রতিক্রিয়া জানার জন্য।

অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন টুইট না করলে কেউ তাদের টিকা নেওয়ার খবর জানতেই পারতো না। টিকা নেওয়ার কেন্দ্রটি যেহেতু সিটি হলে মেয়রকে খোঁজ রাখতেই হয় কারও কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই খোঁজ নিতে গিয়েই তিনি লাইনে দাঁড়ানো পেয়ে যান দেশের সাবেক প্রধানমন্ত্রীকে। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রেচিয়েন এবং জো ক্লার্ক টিকা নিতে গিয়েছিলেন অটোয়া সিটি হলে। আরেক সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি তার আগেই টিকা নিয়েছেন নীরবে। লাইনে দাঁড়িয়ে থাকা দুই সাবেক প্রধানমন্ত্রীকে দেখে তাদের ছবি তোলার অনুমতি চান মেয়র। তবে ছবি তোলা হয় লাইনের নয়, টিকা নেওয়ার। অনুমতি নিয়েই ছবিটি তিনি পোস্ট করেন টুইটারে। টুইটে সিটি মেয়র বলেন, আমাদের নেতারা সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন এটিই হচ্ছে কানাডীয়ান বৈশিষ্ট্য। সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়