শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি সভাপতি হতে চাওয়ার প্রশ্নে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক :[২] বিসিবির সভাপতি হওয়া নিয়ে এর আগে কথা বলেছিলেন সাকিব আল হাসান। এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি।

[৩] একটি সাক্ষাৎকারে সভাপতি হতে চাওয়ার প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, আমি আমার জীবনে কোন কিছুই সেটা আপ করিনি। আল্লাহ যদি এটা নির্ধারিত করে রাখেন আমাকে রিক্সা চালিয়ে চলতে হবে। তাহলে আমি এটা নিশ্চিত রিক্সা চালানোতে আমি শতভাগ দেব। কিন্ত আমি এটা নিশ্চিত করতে পারব না কালকে আমার কি হওয়ার ইচ্ছা বা কি হতে চাই আমি! এই প্লানিং আমি কোনদিন করিও নাই, আর করবোও না।

[৪] মাশরাফি আরো যুক্ত করে বলেন, আমি তো ক্রিকেট বোর্ডের কাছেই যাই না। যেহেতু আমি রিটায়ার্ড করি নাই, তাই খেলার কারণে যেতে হতে পারে। আমি ওই দিক দিয়ে (বোর্ডের পাশ দিয়ে) চলাচল করলেও ভেতরে যাই না। লাস্ট খুলনার ফাইনাল খেলেছি, এরপর আর যাইনি।

[৫] আমার কথা হচ্ছে, ওইগুলা বাজে কথা (সভাপতি হওয়ার ইচ্ছে প্রসঙ্গে)। কিন্ত আমার কপালে যদি আল্লাহ লিখে রাখেন বা আমাকে যদি বলেন কালকে ওইটা করে খেতে হবে, ওইটা করে চলতে হবে, এর থেকে অনেক নিচু কিছু, আমি খুশি মনে ওটাই করব এবং আমি নিশ্চিত ফুল এফোর্ড দিয়ে ওটা(কাজ) করব।

[৬] মাশরাফি বোর্ডের সভাপতি হবেন কি না সেটা সময়ই বলে দেবে। হয়তো সেই দিনটির জন্য মাশরাফি ভক্তের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। - এনটিভি/ স্পোর্টস জোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়