শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তাহ পেরিয়ে ছুটির দিনে জমেছে একুশে বই মেলা

শরীফ শাওন: [২] মেলার ৯ম দিন শুক্রবার ও স্বাধীনতা দিবসের বন্ধে বইপ্রেমি ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এদিন বেলা ১১টা থেকে মেলা শুরু হয়। দুপুর ১টা থেকে ৩ পর্যন্ত বন্ধ থাকার পর বিকেল থেকে বাড়তে থাকে আগতদের সংখ্যা।

[৩] বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আশা করছি এদিন জনসমাগমের সঙ্গে বিক্রিও ভালো হবে। বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখা যায়, প্রথম শুক্র-শনিবার মেলার গতি বৃদ্ধি পায়। এবার মেলা শুরুর প্রথম দিকেই শুক্র-শনিবার হওয়ায় সেই গতি পরিলক্ষিত হয়নি।

[৪] আদর্শ প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি খায়রুল ইসলাম পলাশ বলেন, দুপুর ৩টায় মেলা উন্মুক্ত হলেও এসময় লোকসমাগম কম থাকে। আগতরা ঘোরাঘুরি না করে নির্দিষ্ট বই কিনে চলে যান। সন্ধ্যার পর থেকে বইপ্রেমী ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

[৫] আগামী প্রকাশণীর প্রকাশক ওসমান গণি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি, যথাসময়ে মেলা অনুষ্ঠিত না হওয়া এবং প্রচন্ড গরমে মেলায় লোকসমাগম কম হচ্ছে। মেলা সফল হবে না মেনে নিয়েই এবারের আয়োজন করা হয়েছে।

[৬] তিনি বলেন, প্রথম সপ্তাহে গত বছরের তুলনায় কিছুটা কম বিক্রি হয়েছে। তবে তা নিরাশ হওয়ার মতো না, এসময়ে এর বেশি আশা করাও ঠিক হবে না। বিক্রির পরিমাণ জানিয়ে বলেন, শেখ মুজিব আমার পিতা, নারী, মাই ফাদার মাই বাংলাদেশ ও করোনাকালে জ্ঞানী তুলশি এই চারটি বই প্রথম সপ্তাহে ৫০০ কপি করে বক্রি হয়েছে। তবে ছোট প্রকাশনীগুলোর বিক্রির চিত্র একেবারেই ভিন্নরকম।

[৭] বিগত বছরের তুলনায় বিক্রির পরিমাণ ১০ শতাংশ জানিয়ে পলাশ বলেন, মেলার পরিধি বড় হওয়া এবং ছোট প্রকাশনীর স্টলগুলো একপ্রান্তে এবং প্যাভিলিয়ানগুলো আরেকপ্রান্তে থাকায় ক্রেতা সংকট দেখা দিয়েছে। অনেকেই স্টল পর্যন্ত আসছে না। ছোট প্রকাশণীর ১০টির মধ্যে ৬টি স্টলই বণি (দিনের প্রথম বিক্রি) করতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়