শাহীন খন্দকার, সাজিয়া আক্তার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৩০ জন এবং ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন দুইহাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন। মোট আক্রান্ত হয়েছে পাচঁলাখ ৮৮ হাজার ১৩২জন।
[৩] মৃত ৩৩ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ১২ জন। ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৬জন আর রাজশাহীতে ১জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন আর বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত পরীক্ষায় ১৩ দশমিক ৬৯ সুস্থ্যতা ৯০ দশমিক ৪৫ আর মৃত্যু ১ দশমিক ৫০।
[৪] বয়স বিবেচনায় ৪জন ৪১-৫০ ,৫১-৬০ এর মধ্যে ১৪ জন আর ষাটউর্ধ্বো ১৫ জন। দেশে ২২৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।এরমধ্যে আরটি-পিসিআরের পরীক্ষা হচ্ছে ১২০টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি ও র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৭৩টি পরীক্ষাগারে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহীত হয়েছে ২৭ হাজার ৬৪ টি। পরীক্ষা হয়েছে ২৭ হাজার ২৯৯ টি।
[৫] এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪২ হাজার ৩০ টি। এরমধ্যে সরকারিভাবে ৩৪ লাখ ৫৩ হাজার ২২১ টি ও বেসরকারিভাবে পরীক্ষা হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৮০৯ টি।